নিজস্ব প্রতিনিধিঃ
ঈদযাত্রার শেষদিনে রাজধানীর বাস টার্মিনালে যাত্রীচাপ আরও বেড়েছে। তবে অন্য ঈদের তুলনায় অনেক কম।
এদিকে, কমলাপুর রেলস্টেশন থেকে অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে যথাসময়ে ছাড়ছে ট্রেন। তবে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে বেশির ভাগ নৌযানই ছেড়েছে অতিরিক্ত যাত্রী নিয়ে।
যাত্রীর তুলনায় বাস কম থাকায় কিছুটা দুর্ভোগ হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা। তারা বলছেন, সকাল ৭টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকলেও, ১০টা পর্যন্ত তারা বাসের দেখা পাননি। যাত্রীরা স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মানার চেষ্টা করলেও, মহাখালী ও গাবতলী বাস টার্মিনালে জীবাণুনাশক দুটি টানেলই নষ্ট।
এদিকে, ঈদে এবার নেই বিশেষ ট্রেন। শতভাগ টিকিটি বিক্রি হচ্ছে অনলাইনে। টিকিট ছাড়া কাউকেই প্ল্যাটফর্মে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। তবে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে অতিরিক্ত যাত্রী নিয়ে ছেড়েছে বেশির ভাগ নৌযান।