পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় দুই মামলা
- Update Time : ০৬:১৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / 190
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণে চার পুলিশসহ পাঁচজন আহতের ঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পুলিশ বাদী হয়ে এ মামলা করে। মামলার তদন্ত কর্মকর্তা হয়েছেন পল্লবী থানার এসআই ফারুক হোসেন।
তিনি জানান, গ্রেফতার হওয়া আসামিদের আজ ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে পাঠানো হবে। মামলায় গ্রেফতার দেখানো তিন আসামি রফিকুল ইসলাম, মোশারফ হোসেন ও শহিদুল ইসলামকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে গতকাল রাত থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) কৃঞ্চপদ রায় বলেন, তিন আসামিই স্থানীয় সন্ত্রাসী। তারা শীর্ষ সন্ত্রাসী শাহনেওয়াজের অনুসারী। ঈদের আগে প্রতিপক্ষ কোনো একটি সন্ত্রাসী গ্রুপকে ঘায়েল করতেই তারা অস্ত্র ও বিস্ফোরক সঙ্গে রেখেছিল। এর সঙ্গে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই।
তবে বিস্ফোণের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা আছে কি না তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন সিটিটিসির ডিসি সাইফুল ইসলাম।