কোরবানীর পশুর নিরাপত্তা
- Update Time : ০৬:১০:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / 166
বন্যা কবলিত এলাকাসহ অন্যান্য এলাকায় কোরবানীর পশু চুরি বা ডাকাতি রোধে কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে নৈশকালীন প্রহরা জোরদার রাখুন।
ট্রাক, লঞ্চ, নৌকায় বা ট্রলারে অতিরিক্ত পশু বোঝাই করবেন না। হাটের নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোথাও পশু নামানো থেকে বিরত থাকুন।
পশুবাহী ট্রাক বা নৌকা আটকিয়ে কেউ যদি এক হাটের পশু অন্য হাটে নামানোর চেষ্টা করে তাহলে পুলিশকে জানান।
সরকার নির্ধারিত স্থান ব্যতীত অন্য কোথাও পশুর হাট বসাবেন না। মহাসড়কের ওপর এবং রেললাইনের পাশে কোরবানীর পশুর হাট বসানো থেকে বিরত থাকুন।
পশুর হাটে নির্ধারিত হারে হাসিল পরিশোধ করুন। কেউ অতিরিক্ত হাসিল অথবা চাঁদা দাবি করলে নিকটস্থ পুলিশকে জানান।
সীমান্তবর্তী অঞ্চলে পশুর চামড়াবাহী যানবাহন সীমান্তমুখী হলে সেগুলো পাচার হবার সম্ভাবনা থাকে। এ ধরণের সন্দেহজনক ক্ষেত্রে বিষয়টি স্থানীয় পুলিশকে জানান।
#পুলিশের_সেবা_নিন_নিরাপদে_থাকুন:
স্থানীয় পুলিশের সহায়তা পেতে এবং অপরাধ ও অপরাধী সংক্রান্ত তথ্য দিতে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, থানার অফিসার ইনচার্জ ও থানার ডিউটি অফিসারের নম্বর সংগ্রহে রাখুন।
জরুরি প্রয়োজনে পুলিশ, এ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিসের সেবা পেতে
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করুন।
এছাড়াও বাংলাদেশ পুলিশের যেকোনো নম্বর জানতে ভিজিট করুন: https://www.police.gov.bd/en/unitContact
নিজে সচেতন হই
অন্যকে সচেতন করি
নিরাপদ জীবন গড়ি