কুমেক হাসপাতালে ২৪ ঘণ্টায় করোনা উপসর্গে ৬ জনের মৃত্যু
- Update Time : ১১:৪৫:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
- / 179
কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ ইউনিটে করোনা ভাইরাসের লক্ষণ ও উপসর্গ নিয়ে ৩ নারীসহ ৬ জন মারা গেছেন। হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ২ জন এবং আইসোলেশনে ৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বুধবার (২৯ জুলাই) দুপুরে কুমেক হাসপাতালের সহকারী সার্জন ডা. ইশতিয়াক জামান চৌধুরী সাংবাদিকদের এসব তথ্য জানান।
তিনি আরও জানান, এ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা লক্ষণ ও উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিদের মধ্যে আইসোলেশনে কুমিল্লা আদর্শ সদর উপজেলার তালতলা এলাকার মৃত আলী মিয়ার ছেলে মো. জুলফিকার আলী টিটু (৪৬), চৌদ্দগ্রাম উপজেলার ওমর আলীর স্ত্রী আতরেন্নেছা (৭৭), দেবিদ্বার উপজেলার আবদুল জলিলের স্ত্রী শাহানারা বেগম (৫৫), ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার মোমেন মিয়ার ছেলে ফুল মিয়া (৬৫) এবং আইসিইউতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাদিরপুর গ্রামের আবদুল মতিনের ছেলে শাহজাহান (৫৫) ও ক্যান্টনমেন্ট এলাকার জহিরুল ইসলামের স্ত্রী তাসলিমা (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।