ভারতীয় বিমানবাহিনীতে আজ যুক্ত হচ্ছে অত্যাধুনিক ৫ যুদ্ধবিমান

  • Update Time : ০৭:৪১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০
  • / 172

 

২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর ফরাসি সংস্থা ডাসল্ট অ্যাভিয়েশন থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্যে ৫৯ হাজার কোটি রুপির একটি চুক্তি করে ভারত।

ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে ফ্রান্সের নির্মিত পাঁচটি রাফাল যুদ্ধবিমান। বুধবার (২৯ জুলাই) দেশটির হরিয়ানা রাজ্যের আম্বালার বিমান ঘাঁটিতে অবতরণ করবে সেগুলো।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর ফরাসি সংস্থা ডাসল্ট অ্যাভিয়েশন থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্যে ৫৯ হাজার কোটি রুপির একটি চুক্তি করে ভারত। সেই চুক্তি অনুসারেই ভারতকে এই যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স।

এদিকে আম্বালার বিমান ঘাঁটি পাকিস্তানের সীমান্ত থেকে ২০০ কিলোমিটার দূরে থাকায় সেখানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আশপাশের চারটি গ্রামে সবরকম সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে এরই মধ্যে স্থানীয় এক বিধায়ক রাফালকে স্বাগত জানাতে স্থানীয়দের মোমবাতি জ্বালানোর আহ্বান জানিয়েছেন।

রাফাল যুদ্ধবিমান রাখার জন্য আম্বালা বিমানঘাঁটিতে আলাদা করে পরিকাঠামো তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে, বিমান রাখার হ্যাঙ্গার, এয়ার-স্ট্রিপ ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম।

রাফালকে বলা হচ্ছে ৪.৫ জেনারেশন এয়ারক্রাফট। রাফালের নির্মাণকারী সংস্থা দাসল্ট-এর দাবি, বিমানটি প্রয়োজনের চেয়ে বেশি কাজ করতে সক্ষম। ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে রাফাল। ১০০ কিলোমিটার জায়গার মধ্যে ৪৫টি নিশানায় এক সঙ্গে আঘাত হানতে পারে বিমানটি।

Tag :

Please Share This Post in Your Social Media


ভারতীয় বিমানবাহিনীতে আজ যুক্ত হচ্ছে অত্যাধুনিক ৫ যুদ্ধবিমান

Update Time : ০৭:৪১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২০

 

২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর ফরাসি সংস্থা ডাসল্ট অ্যাভিয়েশন থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্যে ৫৯ হাজার কোটি রুপির একটি চুক্তি করে ভারত।

ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হতে যাচ্ছে ফ্রান্সের নির্মিত পাঁচটি রাফাল যুদ্ধবিমান। বুধবার (২৯ জুলাই) দেশটির হরিয়ানা রাজ্যের আম্বালার বিমান ঘাঁটিতে অবতরণ করবে সেগুলো।

সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২০১৬ সালের ২৩ সেপ্টেম্বর ফরাসি সংস্থা ডাসল্ট অ্যাভিয়েশন থেকে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার জন্যে ৫৯ হাজার কোটি রুপির একটি চুক্তি করে ভারত। সেই চুক্তি অনুসারেই ভারতকে এই যুদ্ধবিমান দিচ্ছে ফ্রান্স।

এদিকে আম্বালার বিমান ঘাঁটি পাকিস্তানের সীমান্ত থেকে ২০০ কিলোমিটার দূরে থাকায় সেখানের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। আশপাশের চারটি গ্রামে সবরকম সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে এরই মধ্যে স্থানীয় এক বিধায়ক রাফালকে স্বাগত জানাতে স্থানীয়দের মোমবাতি জ্বালানোর আহ্বান জানিয়েছেন।

রাফাল যুদ্ধবিমান রাখার জন্য আম্বালা বিমানঘাঁটিতে আলাদা করে পরিকাঠামো তৈরি করা হয়েছে। এর মধ্যে রয়েছে, বিমান রাখার হ্যাঙ্গার, এয়ার-স্ট্রিপ ও কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিস্টেম।

রাফালকে বলা হচ্ছে ৪.৫ জেনারেশন এয়ারক্রাফট। রাফালের নির্মাণকারী সংস্থা দাসল্ট-এর দাবি, বিমানটি প্রয়োজনের চেয়ে বেশি কাজ করতে সক্ষম। ১৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারবে রাফাল। ১০০ কিলোমিটার জায়গার মধ্যে ৪৫টি নিশানায় এক সঙ্গে আঘাত হানতে পারে বিমানটি।