স্পেনে ৪৮ ঘণ্টা পর আক্রান্ত ২ হাজার

  • Update Time : ০৫:১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
  • / 158

নিয়ন্ত্রণে আসা স্পেনে আবারও করোনা রোগী শনাক্তের খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। দুইদিন বিরতি দিয়ে ইউরোপের দেশটিতে নতুন করে ২ হাজারের বেশি করোনা বহনকারী শনাক্ত হয়েছে। তবে, এদিন কেউ মারা যায়নি। এমতাবস্থায় নতুন করে ভাইরাসটি বাসা বাঁধার শঙ্কা করছে দেশটির চিকিৎসকরা। 

বিশ্বে যখন ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে করোনা, তখন অনেকটা সুবিধাজনক অবস্থায় ইউরোপের দেশটি। কড়া লকডাউন ও স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দেয়াসহ হাজারো প্রচেষ্টায় করোনাকে অনেকটা নাগালে আনতে সক্ষম হয় স্পেনীয় সরকার। ফলে করোনার ধ্বংসলীলা কাটিয়ে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে দেশটি, নেই কোন জরুরি অবস্থা। খোলা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, পর্যটন কেন্দ্র এমনকি পাঠদানগুলোও।

এমন অবস্থায় আবারও করোনা নতুন করে ফুঁসে উঠছে দেশটিতে। লকডাউন উঠিয়ে নেয়ার এক মাসের বেশি সময়ের ব্যবধানে গত ২৪ জুলাই আড়াই হাজারের বেশি মানুষের দেহে করোনা সংক্রমণ পায় চিকিৎসকরা। এরপর সবশেষ ৪৮ ঘণ্টা বিরতির পর আবারও করোনা রোগী চিহ্নিত হলো।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে সেখানে ২ হাজার ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৮৬২ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ২৮ হাজার ৪৩৪ জনের।

ইউরোপের যেসকল দেশে এখন প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে আসছে কিন্তু সংক্রমণ থেমে নেই, স্পেন তার শীর্ষে। আর এতে করেই দেশটিকে ইউরোপে করোনার নতুন হটস্পট হিসাবে ধরা হচ্ছে।

এদিকে, স্পেনে নতুন করে প্রকোপ দেখা দেওয়ায় নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাজ্য সরকার। স্পেনফেরত নাগরিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনের নির্দেশনা দিয়েছে দেশটি। অবশ্য, এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্পেন সরকার।

এদিকে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনার শিকার ১ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার ৯৭৬ জন। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৬ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ। যার অন্যতম ভুক্তভোগী ইউরোপের দেশ স্পেন।

বিশ্বে এখনও প্রতিদিনই হাজার হাজার মানুষের প্রাণ কাড়ছে করোনা। যা শুরুর দিকে ইউরোপের দেশ স্পেনেও ভয়াবহ রূপ নিয়েছিল। তবে, জনসাধারণের সচেতনতা আর সরকারের কঠোর পদক্ষেপে অনেকটা মৃত্যু শূন্যে নামে দেশটিতে।

গত বছরের শেষের দিকে চীনের উহানে শুরু হওয়া ভাইরাসটি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে এ বছরের শুরুতে। বেইজিংয়ের পরই ইউরোপে চরম আঘাত হানে ভাইরাসটি। ইতালিতে ধ্বংসজ্ঞ চালানোর পর তা একে একে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও স্পেনে ভয়াবহ আকা ধারণ করে।

গত ৪ মার্চ স্পেনে প্রথম করোনায় মারা যান একজন। এরপর টানা ৯১ দিনে প্রতিদিনই ভাইরাসটিতে আক্রান্ত ও প্রাণহানি ঘটে দেশটিতে। বর্তমানে সেখানে সবকিছু স্বাভাবিক রয়েছে।

Tag :

Please Share This Post in Your Social Media


স্পেনে ৪৮ ঘণ্টা পর আক্রান্ত ২ হাজার

Update Time : ০৫:১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০

নিয়ন্ত্রণে আসা স্পেনে আবারও করোনা রোগী শনাক্তের খবর দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। দুইদিন বিরতি দিয়ে ইউরোপের দেশটিতে নতুন করে ২ হাজারের বেশি করোনা বহনকারী শনাক্ত হয়েছে। তবে, এদিন কেউ মারা যায়নি। এমতাবস্থায় নতুন করে ভাইরাসটি বাসা বাঁধার শঙ্কা করছে দেশটির চিকিৎসকরা। 

বিশ্বে যখন ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে করোনা, তখন অনেকটা সুবিধাজনক অবস্থায় ইউরোপের দেশটি। কড়া লকডাউন ও স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দেয়াসহ হাজারো প্রচেষ্টায় করোনাকে অনেকটা নাগালে আনতে সক্ষম হয় স্পেনীয় সরকার। ফলে করোনার ধ্বংসলীলা কাটিয়ে অনেকটা স্বাভাবিক অবস্থায় ফিরেছে দেশটি, নেই কোন জরুরি অবস্থা। খোলা রয়েছে ব্যবসা প্রতিষ্ঠান, অফিস আদালত, পর্যটন কেন্দ্র এমনকি পাঠদানগুলোও।

এমন অবস্থায় আবারও করোনা নতুন করে ফুঁসে উঠছে দেশটিতে। লকডাউন উঠিয়ে নেয়ার এক মাসের বেশি সময়ের ব্যবধানে গত ২৪ জুলাই আড়াই হাজারের বেশি মানুষের দেহে করোনা সংক্রমণ পায় চিকিৎসকরা। এরপর সবশেষ ৪৮ ঘণ্টা বিরতির পর আবারও করোনা রোগী চিহ্নিত হলো।

স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে সেখানে ২ হাজার ১২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ২৫ হাজার ৮৬২ জনে দাঁড়িয়েছে। মৃত্যু হয়েছে এখন পর্যন্ত ২৮ হাজার ৪৩৪ জনের।

ইউরোপের যেসকল দেশে এখন প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে আসছে কিন্তু সংক্রমণ থেমে নেই, স্পেন তার শীর্ষে। আর এতে করেই দেশটিকে ইউরোপে করোনার নতুন হটস্পট হিসাবে ধরা হচ্ছে।

এদিকে, স্পেনে নতুন করে প্রকোপ দেখা দেওয়ায় নতুন নির্দেশনা জারি করেছে যুক্তরাজ্য সরকার। স্পেনফেরত নাগরিকদের ১৪ দিনের কোয়ারেন্টাইনের নির্দেশনা দিয়েছে দেশটি। অবশ্য, এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে স্পেন সরকার।

এদিকে, বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনার শিকার ১ কোটি ৬৬ লাখ ৩৫ হাজার ৯৭৬ জন। এর মধ্যে পৃথিবী ছেড়েছেন ৬ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ। যার অন্যতম ভুক্তভোগী ইউরোপের দেশ স্পেন।

বিশ্বে এখনও প্রতিদিনই হাজার হাজার মানুষের প্রাণ কাড়ছে করোনা। যা শুরুর দিকে ইউরোপের দেশ স্পেনেও ভয়াবহ রূপ নিয়েছিল। তবে, জনসাধারণের সচেতনতা আর সরকারের কঠোর পদক্ষেপে অনেকটা মৃত্যু শূন্যে নামে দেশটিতে।

গত বছরের শেষের দিকে চীনের উহানে শুরু হওয়া ভাইরাসটি পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ে এ বছরের শুরুতে। বেইজিংয়ের পরই ইউরোপে চরম আঘাত হানে ভাইরাসটি। ইতালিতে ধ্বংসজ্ঞ চালানোর পর তা একে একে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও স্পেনে ভয়াবহ আকা ধারণ করে।

গত ৪ মার্চ স্পেনে প্রথম করোনায় মারা যান একজন। এরপর টানা ৯১ দিনে প্রতিদিনই ভাইরাসটিতে আক্রান্ত ও প্রাণহানি ঘটে দেশটিতে। বর্তমানে সেখানে সবকিছু স্বাভাবিক রয়েছে।