নান্দাইলে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

  • Update Time : ০৪:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
  • / 157
ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের ঝালুয়া নামক স্থানে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

নান্দাইল সদরগামী একটি অটোকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই অটো রিকশার যাত্রী আম্বিয়া (৪০) মারা যান। নিহত নারী উপজেলার আতকাপাড়া গ্রামের হাদিস মিয়ার স্ত্রী। এছাড়াও আরও তিনজন অটোর যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হতাহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতদেরকে প্রথমে নান্দাইল পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নান্দাইল হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল হক নিশ্চিত করেছেন।

অন্যদিকে নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে বিদ্যুৎপৃষ্টে আবুল কাশেম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত উমর আলীর ছেলে। রবিবার দিবাগত রাত ৭টার দিকে বৈদ্যুতিক পাখার ছেঁড়া তার জোড়া লাগাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পরপরই স্বজনরা আবুল কাশেমকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Tag :

Please Share This Post in Your Social Media


নান্দাইলে পৃথক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

Update Time : ০৪:০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০
ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কের ঝালুয়া নামক স্থানে সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

নান্দাইল সদরগামী একটি অটোকে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই অটো রিকশার যাত্রী আম্বিয়া (৪০) মারা যান। নিহত নারী উপজেলার আতকাপাড়া গ্রামের হাদিস মিয়ার স্ত্রী। এছাড়াও আরও তিনজন অটোর যাত্রী আহত হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হতাহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। আহতদেরকে প্রথমে নান্দাইল পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি নান্দাইল হাইওয়ে থানার ওসি মঞ্জুরুল হক নিশ্চিত করেছেন।

অন্যদিকে নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে বিদ্যুৎপৃষ্টে আবুল কাশেম (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত উমর আলীর ছেলে। রবিবার দিবাগত রাত ৭টার দিকে বৈদ্যুতিক পাখার ছেঁড়া তার জোড়া লাগাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে।

ঘটনার পরপরই স্বজনরা আবুল কাশেমকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।