কোভিড-১৯ টেস্টে পজেটিভ হয়েছেন বার্সেলোনার সাবেক কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। ইনস্টাগ্রামে নিজেই এই দুঃসংবাদ ভক্তদের জানিয়েছেন বর্তমানে কাতারের দল আল সাদের কোচ।
কাতার স্টারস লিগ (কিউএসএল) শুরু হওয়ার আগে খেলোয়াড় ও স্টাফদের পরীক্ষার পর তার দেহে করোনাভাইরাস ধরা পড়েছে বলে ইনস্টায় লিখেছেন ৪০ বছর বয়সী জাভি, ‘আনুষ্ঠানিকভাবে লিগ শুরুর আগে আজ আমি আমার দলের সঙ্গে থাকতে পারছি না।
‘কিছুদিন আগে কিউএসএল প্রটোকল অনুযায়ী আমার সবশেষ কোভিড-১৯ টেস্ট পজেটিভ এসেছে। সৌভাগ্যবশত আমি ঠিক আছি, তবে প্রটোকল অনুযায়ী আমাকে আইসোলেশনে থাকতে হবে।’
জাভির পরিবর্তে আপদকালীন সময়ে আল সাদকে কোচিং করাবেন ডেভিড প্র্যাটস।
সাবেক ক্লাব বার্সেলোনার থেকে কোচিং করানোর প্রস্তাব এলেও তা ফিরিয়ে দিয়েছেন জাভি। একইসঙ্গে আল-সাদের সঙ্গে আরও এক বছরের চুক্তিও বাড়িয়েছেন। ক্লাবটির হয়ে প্রথম মৌসুমে জিতেছেন সুপার কাপ ও কাতার কাপ। গত মার্চ থেকে করোনার কারণে বন্ধ থাকার পর শুক্রবার আবারও শুরু হয়েছে কাতার স্টারস লিগ। শনিবার আল-খোরের বিপক্ষে মাঠ নামার কথা জাভির দল আল সাদের। বর্তমান পয়েন্ট টেবিলের তিনে আছে দলটি।