মাছের জালে আটকে গেল একটি পাইথন সাপ। পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ির করোলা নদীর কিংসাহেব ঘাটের মাছের জালে আটকে গেল এই সাপটি। কিংসাহেব ঘাট এলাকার বাসিন্দারা রাতে করোলা নদী থেকে মাছ ধরার জন্য জাল দিয়ে রাখে। সকালে নদী থেকে জাল উঠতেই বাসিন্দারা দেখতে পান একটি বিরাট পাইথন সাপ আটকে গিয়েছে জালে।
এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা। দীর্ঘক্ষন বাদে সাপটিকে জাল থেকে উদ্ধার করে বনদফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। কিভাবে ওই সাপটি মাছের জালে আটকে পড়েছিল সেটা খতিয়ে দেখছে বনদফতর। সাপটি অসুস্থ ছিল বলে মনে করা হচ্ছে। জলপাইগুড়ি শহরে আগেও এই ধরনের সাপ পাওয়া গিয়েছিল।
এবারে মাছ ধরার জালে সাপ আটকানোয় আতঙ্কে জলপাইগুড়ির বাসিন্দারা। ওই নদীর জলে বিষ ছড়িয়েছে কি না তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। ওই নদীর জলে যে সব মাছ আছে সেই মাছগুলোরও পরীক্ষা করা হবে বলে খবর পাওয়া গিয়েছে।