সিলেটে ইংরেজি মাধ্যমের স্কুলের বেতন ৫০ শতাংশ কমানোর দাবি

  • Update Time : ০৮:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
  • / 146
সিলেট প্রতিনিধি:

করোনা সংকটের কারণে সিলেটের ইংরেজি মাধ্যমের স্কুলের টিউশন ফি ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়ে মানববন্ধন করেছেন অভিভাবকরা।

একই সাথে তারা উচ্চ আদালতের রায় মেনে সকল স্কুলে পুনঃভর্তি ফি আদায় বাতিলসহ নামে-বেনামে ফি নেওয়া থেকে বিরত থাকতে স্কুল কর্তৃপক্ষকে আহ্বানও জানিয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন আয়োজন করে সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক অ‌্যাসোসিয়েশন।

অ‌্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা আধুনিক শিক্ষার বিস্তারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে আরও মানবিক হওয়ার আহ্বানও জানিয়েছেন।

তাদের ভাষ্য, এই সংকটে অর্ধেক টিউশন ফি নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ এবং অনলাইনে ক্লাস পরিচালনা সম্ভব। তাই মানবিক দিক থেকে হলেও করোনা সংকটকালে টিউশন ফি ৫০ শতাংশ কমানোর দাবি জানান তারা।

অ‌্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপির পরিচালনায় মানববন্ধনে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সেলিম, খাজাঞ্চিবাড়ি স্কুলের অভিভাবক সাংবাদিক বদরুদ্দোজা বদর, স্কলার্স হোম স্কুলের অভিভাবক সাংবাদিক খালেদ আহমদ প্রমুখ।

Tag :

Please Share This Post in Your Social Media


সিলেটে ইংরেজি মাধ্যমের স্কুলের বেতন ৫০ শতাংশ কমানোর দাবি

Update Time : ০৮:৩৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
সিলেট প্রতিনিধি:

করোনা সংকটের কারণে সিলেটের ইংরেজি মাধ্যমের স্কুলের টিউশন ফি ৫০ শতাংশ কমানোর দাবি জানিয়ে মানববন্ধন করেছেন অভিভাবকরা।

একই সাথে তারা উচ্চ আদালতের রায় মেনে সকল স্কুলে পুনঃভর্তি ফি আদায় বাতিলসহ নামে-বেনামে ফি নেওয়া থেকে বিরত থাকতে স্কুল কর্তৃপক্ষকে আহ্বানও জানিয়েছেন।

শনিবার (১৮ জুলাই) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন আয়োজন করে সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক অ‌্যাসোসিয়েশন।

অ‌্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা আধুনিক শিক্ষার বিস্তারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষকে আরও মানবিক হওয়ার আহ্বানও জানিয়েছেন।

তাদের ভাষ্য, এই সংকটে অর্ধেক টিউশন ফি নিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ এবং অনলাইনে ক্লাস পরিচালনা সম্ভব। তাই মানবিক দিক থেকে হলেও করোনা সংকটকালে টিউশন ফি ৫০ শতাংশ কমানোর দাবি জানান তারা।

অ‌্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপির পরিচালনায় মানববন্ধনে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র ও সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুল হক সেলিম, খাজাঞ্চিবাড়ি স্কুলের অভিভাবক সাংবাদিক বদরুদ্দোজা বদর, স্কলার্স হোম স্কুলের অভিভাবক সাংবাদিক খালেদ আহমদ প্রমুখ।