সরকারি নির্দেশ অনুযায়ী আগামী ২৩শে জুলাই হতে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ ভ্রমণকারীদের করোনা পরীক্ষার সনদ বাধ্যতামূলক করা হয়েছে।
দুপুরে বিমান বাংলাদেশ এয়রলাইন্স থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, যাত্রার সর্বোচ্চ ৭২ ঘন্টা আগে করোনার নমুনা সংগ্রহ এবং ২৪ ঘন্টা আগে ডেলিভারির ব্যবস্থা করতে হবে। নমুনা দেয়ার সময় যাত্রীর পাসপোর্টসহ বিমানের টিকেট উপস্থাপন করা বাধ্যতামূলক। একইসাথে ভ্রমণ শুরু করারর আগ পর্যন্ত যাত্রীকে আইসোলেশনে থাকতে হবে।
বিদেশ যাত্রীদের করোনা পরীক্ষা সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা দেয়ার ক্ষেত্রে ৩ হাজার ৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪ হাজার ৫০০ টাকা ফি দিতে হবে।
করোনা পরীক্ষার জন্য নির্দিষ্টকৃত পরীক্ষাগার যে জেলায় অবস্থিত সে জেলার সিভিল সার্জন অফিসে স্থাপিত আলাদা বুথে তাদের নমুনা দেবেন।