অনল বহ্নি 

  • Update Time : ০৬:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
  • / 182
অ্যারিন মুমিন:
ফাঁক পেয়ে পালিয়ে, স্মৃতির বেড়া-জাল ডিঙিয়ে,নতুন করে ঘর বাধার স্বপ্ন দেখো দুচোখ ভরে?
তুমি, তোমার অর্ধনগ্ন ভাবনা বাসি এঁঠো’র মতো,সম্মুখ পদচারণায় দূর্গন্ধ।
তোমার অবলোকন বেয়ে যে গরল নামে তা কি টের পাও?
টের পাও, তোমার মাংসপিন্ডদ্বয়ে হীম শীতল স্পর্শ  নিমিষেই অনুভূতি শূন্য।
.
আমি তো বেশ আছি!বেশ আছি, ভালবাসাকে ঘৃনা তে পুষিনি, অবহেলার ভেলা তে চড়িনি, বৃহস্পতির সম্মুখে নিজেকে নগ্ন করিনি। দু-আধখানা কাগজ -কলমে লিখতে চেয়েছি নিজেকে,দু-চারটে মানুষের ভালবাসাময় ভালবাসা কুড়িয়ে নিজেকে সুখ দেবো ভেবেছি।
.
তুমি দু-চারটে পুরুষকে উন্মাদ করে  সুখ  খুজছো,অথচ বুঝো না,আধার পেরোলেই আলোক উন্মোচন।
বুঝলে না আমার প্রতিবাদের ভাষা,থেতলানো মাথা তোমার জীবন প্রদীপ শেষ—
.
সে যে ছুঁয়েছে- তোমার শরীর যদি সে স্পর্শ ভুলতে পারে,কোনো অভিযোগ নেই।
তুমি বুঝলে না প্রেমিক আর প্রিয়জনের বিদ্বেষ, তুমি বুঝলে না প্রেমিকের অন্তঃসত্ত্বা হবে নিঃশেষ।
.
তুমি কি টের পাওনি?
যে চোখে প্রেম জমিয়েছিলে সে চোখে যৌনতা ছেয়ে গেছে,তোমার ছোবলে আজ প্রেম হয়ে গেছে ধর্ষিতা,ভালোবাসা পেয়েছে নগ্নতা।
ঠিকই টের পাবে যেদিন কামাতুর যৌবন পদধূলি তে লুটিয়ে যাবে,যে গরল পান করেছো তার পরিণতি হবে “অনল বহ্নি”।
.
লেখক:শিক্ষার্থী ,রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ।
.
Tag :

Please Share This Post in Your Social Media


অনল বহ্নি 

Update Time : ০৬:৪৭:১৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
অ্যারিন মুমিন:
ফাঁক পেয়ে পালিয়ে, স্মৃতির বেড়া-জাল ডিঙিয়ে,নতুন করে ঘর বাধার স্বপ্ন দেখো দুচোখ ভরে?
তুমি, তোমার অর্ধনগ্ন ভাবনা বাসি এঁঠো’র মতো,সম্মুখ পদচারণায় দূর্গন্ধ।
তোমার অবলোকন বেয়ে যে গরল নামে তা কি টের পাও?
টের পাও, তোমার মাংসপিন্ডদ্বয়ে হীম শীতল স্পর্শ  নিমিষেই অনুভূতি শূন্য।
.
আমি তো বেশ আছি!বেশ আছি, ভালবাসাকে ঘৃনা তে পুষিনি, অবহেলার ভেলা তে চড়িনি, বৃহস্পতির সম্মুখে নিজেকে নগ্ন করিনি। দু-আধখানা কাগজ -কলমে লিখতে চেয়েছি নিজেকে,দু-চারটে মানুষের ভালবাসাময় ভালবাসা কুড়িয়ে নিজেকে সুখ দেবো ভেবেছি।
.
তুমি দু-চারটে পুরুষকে উন্মাদ করে  সুখ  খুজছো,অথচ বুঝো না,আধার পেরোলেই আলোক উন্মোচন।
বুঝলে না আমার প্রতিবাদের ভাষা,থেতলানো মাথা তোমার জীবন প্রদীপ শেষ—
.
সে যে ছুঁয়েছে- তোমার শরীর যদি সে স্পর্শ ভুলতে পারে,কোনো অভিযোগ নেই।
তুমি বুঝলে না প্রেমিক আর প্রিয়জনের বিদ্বেষ, তুমি বুঝলে না প্রেমিকের অন্তঃসত্ত্বা হবে নিঃশেষ।
.
তুমি কি টের পাওনি?
যে চোখে প্রেম জমিয়েছিলে সে চোখে যৌনতা ছেয়ে গেছে,তোমার ছোবলে আজ প্রেম হয়ে গেছে ধর্ষিতা,ভালোবাসা পেয়েছে নগ্নতা।
ঠিকই টের পাবে যেদিন কামাতুর যৌবন পদধূলি তে লুটিয়ে যাবে,যে গরল পান করেছো তার পরিণতি হবে “অনল বহ্নি”।
.
লেখক:শিক্ষার্থী ,রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ।
.