করোনা সন্দেহে ফেলে যাওয়া সেই বৃদ্ধের মৃত্যু

  • Update Time : ১১:০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০
  • / 128

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্যামলী পাড়া বাসষ্ট্যান্ডে করোনা সন্দেহে রেখে যাওয়া সেই বৃদ্ধ সোবাহান আলী শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৪দিন ধরে চিকিৎসাধীন ছিলেন সোবাহান আলী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস।

তিনি জানান, চার দিন ধরে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোবাহান আলী চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে তিনি মারা যান। পরে তার ছেলে নবীন বাবার মরদেহ নিয়ে যান। তিনি আরও জানান, নবীন তার বাবার মরদেহ নিয়ে তার নানা বাড়ি নাটোরের সিংড়ায় দাফন করতে গেলে এলাকাবাসী বাঁধার মুখে পড়ে। পরে শনিবার মরদেহ নিয়ে উল্লাপাড়ায় নিজ গ্রামে বাড়িতে এনে পুলিশের সহায়তার দাফন করা হয়।

উল্লখ্যে, জ্বর ও সর্দিকাশি থাকায় গত সোমবার উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ড যাত্রী ছাউনির পাশে উপজেলার মানিকদহ গ্রামের ৭৫ বছর বয়সি সোবাহান আলীকে ফেলে রেখে যায় তার ছেলে নবীন। সেদিন রাতেই স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস নিজেই পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। গত বৃহস্পতিবার নাটোরের সিংড়া উপজেলার তেমক বাজার থেকে ছেলে নবীনকে আটক করে পুলিশ।

Tag :

Please Share This Post in Your Social Media


করোনা সন্দেহে ফেলে যাওয়া সেই বৃদ্ধের মৃত্যু

Update Time : ১১:০৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ার শ্যামলী পাড়া বাসষ্ট্যান্ডে করোনা সন্দেহে রেখে যাওয়া সেই বৃদ্ধ সোবাহান আলী শুক্রবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ৪দিন ধরে চিকিৎসাধীন ছিলেন সোবাহান আলী। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস।

তিনি জানান, চার দিন ধরে উল্লাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোবাহান আলী চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার রাতে তিনি মারা যান। পরে তার ছেলে নবীন বাবার মরদেহ নিয়ে যান। তিনি আরও জানান, নবীন তার বাবার মরদেহ নিয়ে তার নানা বাড়ি নাটোরের সিংড়ায় দাফন করতে গেলে এলাকাবাসী বাঁধার মুখে পড়ে। পরে শনিবার মরদেহ নিয়ে উল্লাপাড়ায় নিজ গ্রামে বাড়িতে এনে পুলিশের সহায়তার দাফন করা হয়।

উল্লখ্যে, জ্বর ও সর্দিকাশি থাকায় গত সোমবার উল্লাপাড়া পৌর শহরের শ্যামলীপাড়া বাসষ্ট্যান্ড যাত্রী ছাউনির পাশে উপজেলার মানিকদহ গ্রামের ৭৫ বছর বয়সি সোবাহান আলীকে ফেলে রেখে যায় তার ছেলে নবীন। সেদিন রাতেই স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস নিজেই পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করে। গত বৃহস্পতিবার নাটোরের সিংড়া উপজেলার তেমক বাজার থেকে ছেলে নবীনকে আটক করে পুলিশ।