বৃহস্পতিবার রাতে রাজধানীর খিলগাঁও, রামপুরা ও বনশ্রী এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে বাড্ডা থানার ওসি মো. পারভেজ ইসলাম জানান।
এরা তারা হলেন- খন্দকার জিয়াউর রহমান ওরফে রফিকুল আলম ওরফে মশিউর মিশু (৩৯), ফয়সাল (২৮), আল আমিন (২৫) ও রানা হোসেন (২৫)।
ওসি পারভেজ ইসলাম জানান, ১০ জুলাই রাতে বাড্ডার দুই নম্বর রোডের ৩১ নম্বর বাড়ির পঞ্চমতলার একটি ফ্ল্যাটে সাত থেকে আট জনের ডাকাতদল প্রবেশ করে মজিবুর রহমান, তার স্ত্রী ও দুই সন্তানের হাত-পা ও মুখ বেঁধে নগদ, টাকা সোনার গহনা, মোবাইল ফোনসহ মোট ২ লাখ ৯৬ হাজার ৭শত টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, গ্রেপ্তারের সময় লুট হওয়ার মালামালের মধ্যে তিনটি মোবাইল ফোন, একটি রাউটার, দুটি ল্যাপটপ, সোনার চুড়ি দুটি, কানের দুলসহ কিছু মালামাল উদ্ধার হয়। এছাড়া তাদের কাছে থেকে দেশি অস্ত্রও উদ্ধার করা হয়।
“এই দলটির নেতা মশিউর রহমান মিশুর নামে বাড্ডা, রামপুরা ও খিলগাঁও থানায় অস্ত্র, মাদক ও প্রতারণারসহ মোট সাতটি মামলা রয়েছে। একেক এলাকায় মিশু একেক নাম দিয়ে থাকে।”
তিনি বলেন, মশিউর মিশুর বাড়ি ফরিদপুরের ভাঙ্গায়। বাকিদের সঠিক কোন ঠিকানা নেই। এই চক্রটি চুরি-ডাকাতির সঙ্গে জড়িত।