বন্যার পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

  • Update Time : ০৬:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
  • / 185
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। 

পর বৃহস্পতিবার সকালে সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধার নুরুল ইসলাম হিরুর (৭২) মৃতদেহ উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার সুগারমিল ভাটিপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় পা পিছলে পড়ে বন্যার পানির স্রোতে ভেসে যান। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের অদূরে আখ খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, যমুনাসহ শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাহাদুরাবাদঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১২৯ সেন্টিমিটার এবং জগন্নাথগঞ্জঘাট পয়েন্টে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে জেলার প্রায় ৬ লাখ মানুষ।

যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাইসহ শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে জামালপুর সদর, সরিষাবাড়ি, মেলান্দহ ও বকশীগঞ্জের বিস্তির্ন এলাকা প্লাবিত হয়েছে। সবমিলিয়ে জেলার সাত উপজেলার ৭টি পৌরসভা ও ৫০টি ইউনিয়নের ৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

দুর্গত এলাকায় পানিবাহিত রোগ প্রতিরোধ ও করোনা সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় ৮০টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এসব মেডিক্যাল টিম বন্যা দুর্গত এলাকায় কাজ শুরু করেছে বলে জানিয়েছেন জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানান, জেলার সাত উপজেলায় বন্যা দুর্গতদের শুকনো খাবারের জন্য নগদ ৭ লাখ টাকা ও ৩ হাজার ৪০৮ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হচ্ছে। তবে প্রশাসনের এসব সহায়তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল বলে অভিযোগ বন্যা দুর্গতদের।

Tag :

Please Share This Post in Your Social Media


বন্যার পানিতে ডুবে মুক্তিযোদ্ধার মৃত্যু

Update Time : ০৬:৩০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। 

পর বৃহস্পতিবার সকালে সাবেক সেনা সদস্য বীর মুক্তিযোদ্ধার নুরুল ইসলাম হিরুর (৭২) মৃতদেহ উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যায় দেওয়ানগঞ্জ উপজেলার সুগারমিল ভাটিপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় পা পিছলে পড়ে বন্যার পানির স্রোতে ভেসে যান। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের অদূরে আখ খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, যমুনাসহ শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বৃহস্পতিবার বিকালে বাহাদুরাবাদঘাট পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১২৯ সেন্টিমিটার এবং জগন্নাথগঞ্জঘাট পয়েন্টে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে জেলার প্রায় ৬ লাখ মানুষ।

যমুনা, ব্রহ্মপুত্র, ঝিনাইসহ শাখা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নতুন করে জামালপুর সদর, সরিষাবাড়ি, মেলান্দহ ও বকশীগঞ্জের বিস্তির্ন এলাকা প্লাবিত হয়েছে। সবমিলিয়ে জেলার সাত উপজেলার ৭টি পৌরসভা ও ৫০টি ইউনিয়নের ৬ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

দুর্গত এলাকায় পানিবাহিত রোগ প্রতিরোধ ও করোনা সংক্রমণের ঝুঁকি মোকাবেলায় ৮০টি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। এসব মেডিক্যাল টিম বন্যা দুর্গত এলাকায় কাজ শুরু করেছে বলে জানিয়েছেন জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নায়েব আলী জানান, জেলার সাত উপজেলায় বন্যা দুর্গতদের শুকনো খাবারের জন্য নগদ ৭ লাখ টাকা ও ৩ হাজার ৪০৮ মেট্রিক টন জিআর চাল বিতরণ করা হচ্ছে। তবে প্রশাসনের এসব সহায়তা প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল বলে অভিযোগ বন্যা দুর্গতদের।