যুক্তরাষ্ট্রে যেকোনো প্রার্থীর নির্বাচনী প্রচার পরিচালনা ও তদারকির ক্ষেত্রে প্রধান ভূমিকা রাখেন ক্যাম্পেইন ম্যানেজার।
ব্র্যাড পার্সকেলের স্থলে ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ফিল্ড ডিরেক্টর বিল স্টিফেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে ট্রাম্প নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
জনমত জরিপে প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী জো বাইডেনের চেয়ে ১৫ পয়েন্টে পিছিয়ে পড়ার দিনেই ক্যাম্পেইন ম্যানেজার বদলের এ ঘোষণা এলো।
গত জুনে ওকলাহোমায় নির্বাচনী সমাবেশে প্রত্যাশার চেয়ে অনেক কম মানুষের উপস্থিতি ব্র্যাড পার্সকলের প্রতি ট্রাম্পের আস্থায় ফাটল তৈরি করেছে বলে মনে করা হয়। ওকলাহোমার ওই সমাবেশ নিয়ে ট্রাম্প শিবিরের যথেষ্ট উদ্দীপনা ছিল। তাদের প্রত্যাশা ছিল সমাবেশস্থলের ১৯ হাজার আসন পরিপূর্ণ হওয়ার পর বাইরেও প্রচুর লোকজন জড়ো হবে। তারা আশা করেছিল লাখখানেক লোক এতে সমবেত হবে। তবে শেষ পর্যন্ত সেখানে মাত্র ছয় হাজার মানুষ উপস্থিত হন। ওই ঘটনায় বেশ বিব্রত হন ট্রাম্প।
ট্রাম্পের প্রতি জনসমর্থনে যে ক্রমেই ধস নামছে ওকলাহোমার নির্বাচনী সমাবেশ থেকেও সেটার ইঙ্গিত পাওয়া গেছে।