নেত্রকোণায় পিকেএসএফ শিক্ষাবৃত্তি’র চেক হস্তান্তর
- Update Time : ০২:৩৬:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২০
- / 222
ইকবাল হাসান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণায় অতিদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পিকেএসএফ শিক্ষাবৃত্তি ২০২০ এর চেক হস্তান্তর করা হয়েছে।
দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি যৌথভাবে সমৃদ্ধ কর্মসূচি’র আওতায় ১৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১লক্ষ ৮০হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।
চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মঈনউল ইসলাম, ৪নং সিংহের বাংলা ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, স্বাবলম্বী উন্নয়ন সমিতির উপ- নির্বাহী পরিচালক জনাব কাজী ছহুল আহমেদ, কর্মসূচি পরিচালক স্বপন কুমার পাল, সমৃদ্ধি কর্মসূচি’র ফোকাল পার্সন আলী আহসান সুমন, সমৃদ্ধি কর্মসূচি’র সমন্বয়কারী তরিকুল ইসলামসহ আরো অনেকেই।
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং স্বাবলম্বী উন্নয়ন সমিতি যৌথভাবে সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়নে “সমৃদ্ধি কর্মসূচি” বাস্তবায়ন করছে। এই কর্মসূচির আওতায় ২০১৯ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ ৪নং সিংহের বাংলা ইউনিয়নের অতিদরিদ্র ও মেধাবী ১৫ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ১২হাজার টাকার পিকেএসএফ শিক্ষাবৃত্তি’র চেক প্রদান করা হয়।