ঈদে কর্মস্থলে থাকা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি

  • Update Time : ০৮:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০
  • / 208

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের কর্মস্থলে থাকা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার রাতে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদুল আজহায় সব সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের সরকারি ও ঐচ্ছিক ছুটিতে বাধ্যতামূলক কর্মস্থলে অবস্থানের নির্দেশ দেয়া হলো।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে এবার ৩১ জুলাই বা ১ আগস্ট  ঈদুল আজহা উদযাপিত হবে। ১ আগস্ট (শনিবার) ঈদুল আজহা ধরে সরকারের ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে।

সে অনুযায়ী, ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট (শুক্র, শনি ও রোববার) ঈদুল আজহার ছুটি থাকবে। ৩১ জুলাই (শুক্রবার) ঈদ হলে ছুটি থাকবে ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট (বৃহস্পতি, শুক্র ও শনি)।

করোনা মহামারির কারণে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন সরকারি সাধারণ ছুটি ছিল। এরপর ধীরে ধীরে সীমিত পরিসরে অফিসগুলোতে কাজকর্ম শুরু হওয়ায় ঈদের সময় আর বাড়তি ছুটির চিন্তা-ভাবনা সরকারের নেই বলে সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব বলেন, ঈদ যেদিনই পালিত হোক, ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন সরকারি ছুটি থাকবে।

Tag :

Please Share This Post in Your Social Media


ঈদে কর্মস্থলে থাকা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি

Update Time : ০৮:২০:২৫ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২০

নিজস্ব প্রতিবেদক:

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের কর্মস্থলে থাকা বাধ্যতামূলক করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সোমবার রাতে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঈদুল আজহায় সব সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিজীবীদের সরকারি ও ঐচ্ছিক ছুটিতে বাধ্যতামূলক কর্মস্থলে অবস্থানের নির্দেশ দেয়া হলো।

জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে এবার ৩১ জুলাই বা ১ আগস্ট  ঈদুল আজহা উদযাপিত হবে। ১ আগস্ট (শনিবার) ঈদুল আজহা ধরে সরকারের ২০২০ সালের ছুটির তালিকা তৈরি করা হয়েছে।

সে অনুযায়ী, ৩১ জুলাই, ১ ও ২ আগস্ট (শুক্র, শনি ও রোববার) ঈদুল আজহার ছুটি থাকবে। ৩১ জুলাই (শুক্রবার) ঈদ হলে ছুটি থাকবে ৩০ ও ৩১ জুলাই এবং ১ আগস্ট (বৃহস্পতি, শুক্র ও শনি)।

করোনা মহামারির কারণে ৩০ মে পর্যন্ত টানা ৬৬ দিন সরকারি সাধারণ ছুটি ছিল। এরপর ধীরে ধীরে সীমিত পরিসরে অফিসগুলোতে কাজকর্ম শুরু হওয়ায় ঈদের সময় আর বাড়তি ছুটির চিন্তা-ভাবনা সরকারের নেই বলে সোমবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সচিব বলেন, ঈদ যেদিনই পালিত হোক, ঈদের আগের দিন, ঈদের দিন ও ঈদের পরের দিন সরকারি ছুটি থাকবে।