রাত ৮টার পরে এফডিসিতে প্রবেশ নিষেধ
- Update Time : ০৭:০৩:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২০
- / 155
শুটিং থাকা না থাকা সত্ত্বেও মধ্যরাত পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেনে (বিএফডিসি) সিনেমাসংশ্লিষ্ট মানুষের আসা-যাওয়া অব্যাহত। আছে বিভিন্ন মানুষের আড্ডা ও ঘোরাঘুরি। খোলা থাকে বিভিন্ন সংগঠনের অফিস।
এসব বিবেচনায় রাত ৮টার পর এফডিসিতে প্রবেশ নিষেধ করা হচ্ছে। এফডিসি কর্তৃপক্ষ ও চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতাদের নিয়ে বুধবার (৮ জুলাই) দুপুরে এক মিটিংয়ে এ সিদ্ধান্ত নেন। পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার খবরটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুটিং, ডাবিং বা কাজ ছাড়া বিনা কারণে কেউ রাত ৮টার পর এফডিসিতে ঢুকতে বা অবস্থান করতে পারবেন না- এফডিসি কর্তৃপক্ষ ও সেখানকার সংগঠনের নেতাদের সকলেই এই সিদ্ধান্তে একমত পোষণ করেছেন।
এছাড়া অকারণে কোনো সংগঠনের অফিসও রাত ৮ টার পর খোলা রাখা যাবে না বলে জানান পরিচালক সমিতির সভাপতি। তিনি বলেন, প্রায়ই রাতে এফডিসিতে বাইরের মানুষের আগাগোনো শোনা যায়। এসব কিছু বন্ধ করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।