মহামারীকে পাত্তা না দেয়া ব্রাজিল প্রেসিডেন্টের করোনা উপসর্গ
- Update Time : ০৮:১০:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২০
- / 193
আন্তর্জাতিক ডেস্ক:
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো মাস্ক না পরেই ঘুরে বেড়িয়েছেন সর্বত্র। সমর্থকদের নিয়ে সমাবেশ করেছেন। তাকে মাস্ক পরাতে আদালত আদেশ পর্যন্ত দিয়েছেন।
আর এখন বলসোরানোর শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে। এ কারণে করোনা পরীক্ষা করিয়েছেন তিনি। সোমবার সরকারি বাসভবনের সামনে জড়ো হওয়া সমর্থকদের তিনি নিজেই এ কথা জানিয়েছেন।
সিএনএন জানায়, শুরু থেকে করোনাকে পাত্তা না দেয়ায় সমালোচিত হচ্ছিলেন বলসোনারো। গত সপ্তাহে আদালত নির্দেশ দেয়ার পর এখন মাস্ক পরছেন বলসোনারো। মঙ্গলবার তার করোনা টেস্টের পূর্ণাঙ্গ রিপোর্ট আসার কথা।
এর আগে মে মাসে জাইর বলসোনারোর করোনা আক্রান্ত হওয়ার খবর শোনা যায়। পরে অবশ্য ট্রাম্পের ঘনিষ্ঠ বলে পরিচিত বলসোনারো নিজেই সেই খবর উড়িয়ে দেন।
Tag :