পটুয়াখালী পৌর যুবলীগের বৃক্ষরোপণ
- Update Time : ০৯:২০:১১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / 176
মেহেদী হাসান,পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালী পৌর যুবলীগের বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে।
.
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে মুজিব শতবার্ষিকী উপলক্ষে সারা দেশে যুবলীগের মাস-ব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচী চলছে।
.
এই কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব এ্যাডঃ আরিফুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক এ্যাডঃ শহিদুল ইসলাম শহিদ এর নির্দেশনায় পটুয়াখালী পৌর যুবলীগ ০৪নং ওর্য়াডের বৃক্ষ রোপণ কর্মসূচি “শুরু হয়েছে।
.
মুজিব বর্ষের আহ্বান’ তিনটি করে গাছ লাগান” এই শ্লোগাকে সামনে রেখে পটুয়াখালী পৌর যুবলীগ ৪নং ওয়ার্ডে রবিবার(৫ জুলাই) বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেন সভাপতি অলিউজ্জামান রাসেল ও সাধারণ সম্পাদক আবু সাঈদ ঈসা।
.
এ সময় যুবলীগ নেতৃবৃন্দ বলেন, জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ গঠনে যুবলীগ নেতাকর্মীদের গাছ লাগাতে হবে। বিভিন্ন সময় নানা অসাধু গোষ্ঠীর কারণে দেশের বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলায় পরিবেশে এর প্রভাব পড়েছে। এটা কাটিয়ে উঠতে সারাদেশে যুবলীগ নেতা-কর্মীরা বনজ, ফলজ ও ভেষজ গাছ রোপণ করছেন।
.
তারা বলেন, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে আমরা সারাদেশে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছি। ঘূর্ণিঝড় আম্ফান ও করোনায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দিয়েছি। এছাড়া নেত্রীর নির্দেশে জলবায়ু সহিষ্ণু বাংলাদেশ বিনির্মাণে যুবলীগ কাজ করে যাচ্ছে।
Tag :