নোয়াখালীতে করোনায় একদিনে মৃত্যু ৩, নতুন শনাক্ত ২৫
- Update Time : ০৬:১৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
- / 148
রোববার (৫ জুলাই) সকাল ১১টায় বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার জানান, মৃত ব্যক্তিরা বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও কবিরহাটের বাসিন্দা। এছাড়া নতুন করে আরো ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২২৬৪ জনে দাঁড়ালো। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১০৩ জন।
তিনি আরো জানান, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৯ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০৮৩ জন।
নোয়াখালীর করোনা আক্রান্তের সংখ্যা উপজেলা ভিত্তিক- সদর উপজেলায় সর্বোচ্চ ৬৯৩ জন, বেগমজঞ্জে ৬৬৫ জন, চাটখিলে ১৪১ জন, সোনাইমুড়ীতে ১১৯ জন, কবিরহাটে ২৪৫ জন, কোম্পানীগঞ্জে ১২৩ জন, সেনবাগে ১০২ জন, হাতিয়ায় ৩৭ জন ও সুবর্ণচরে ১৩৯ জন সহ জেলায় মোট ২২৩৯ জন আক্রান্ত।