ভারতের উত্তর প্রদেশের কানপুরে আসামি ধরতে গিয়ে সহযোগীদের গুলিতে আট পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় আরো পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এই ঘটনায় পুলিশের গুলিতে আরো তিনজন নিহত হয়েছে।
এনডিটিভি জানায়, বিকাশ কুবে নামে এক সন্ত্রাসীকে ধরতে বিকারু গ্রামে যায় পুলিশ। কিন্তু গ্রামে প্রবেশের মুখে একটি বুলডোজার ফেলে রাস্তা বন্ধ করে দেয় বিকাশের সহযোগীরা। এ সময় পুলিশ গাড়ি থেকে নামলে এলোপাতাড়ি গুলি চালানো হয়।
এতে একজন ডেপুটি পুলিশ সুপার, তিনজন এসআই, চারজন কনস্টেবল ঘটনাস্থলেই নিহত হন। কিন্তু বিকাশকে গ্রেপ্তার করা যায়নি। বিকাশের বিরুদ্ধে হত্যা অপহরণসহ ৬০ বিভিন্ন মামলা রয়েছে।