ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো ইরান

  • Update Time : ১২:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
  • / 166

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরানের একটি  আদালত।

সোমবার (২৯ জুন) এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইন্টারপোলের কাছে ইরানের এমন আবেদনের অর্থ এই নয় যে, ট্রাম্প ও অন্যদের গ্রেফতারে সংস্থাটি সহায়তা করবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারে পরোয়ানা জারি করেছে ইরান। শুধু ট্রাম্পই নয়, চলতি বছরের শুরুতে ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার অভিযোগ এনে আরও কয়েকজনকে গ্রেফতারে আন্তর্জাতিক পুলিশ-ইন্টারপোলের সহায়তা চেয়েছে দেশটি।

সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, গত ৩ জুন ইরাকের রাজধানী বাগদাদে বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। শীর্ষস্থানীয় এই সামরিক নেতার হত্যায় জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুমকি দেয় ইরান। এমনটি এ ঘটনার কিছুদিন পরে ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাও চালায় দেশটি।

ইরানের রাজধানী তেহরানের আদালতের এক আইনজীবীর বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা আইএসএনএ জানায়, সোলাইমানি হত্যাকাণ্ডের অভিযোগে ট্রাম্পসহ আরও ৩০’এর বেশি জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ছাড়া আর কারো নাম উল্লেখ করেননি তিনি।

এদিকে এ বিষয়ে কথা বলতে চাইলে আলজাজিরাকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইন্টারপোল।

তবে ইন্টারপোলের কাছে ইরানের এমন আবেদনের অর্থ এই নয় যে, ট্রাম্প ও অন্যদের গ্রেফতারে সংস্থাটি সহায়তা করবে। বরং, ইন্টারপোলের নীতিমালা “রাজনৈতিক প্রকৃতির কোনো কার্যক্রমের পদক্ষেপ” নিতে সংস্থাটিকে বিরত রাখে।

Tag :

Please Share This Post in Your Social Media


ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো ইরান

Update Time : ১২:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরানের একটি  আদালত।

সোমবার (২৯ জুন) এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলে খবর দিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

ইন্টারপোলের কাছে ইরানের এমন আবেদনের অর্থ এই নয় যে, ট্রাম্প ও অন্যদের গ্রেফতারে সংস্থাটি সহায়তা করবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারে পরোয়ানা জারি করেছে ইরান। শুধু ট্রাম্পই নয়, চলতি বছরের শুরুতে ইরানের জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার অভিযোগ এনে আরও কয়েকজনকে গ্রেফতারে আন্তর্জাতিক পুলিশ-ইন্টারপোলের সহায়তা চেয়েছে দেশটি।

সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, গত ৩ জুন ইরাকের রাজধানী বাগদাদে বিমানবন্দরের কাছে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। শীর্ষস্থানীয় এই সামরিক নেতার হত্যায় জড়িতদের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের হুমকি দেয় ইরান। এমনটি এ ঘটনার কিছুদিন পরে ইরাকে যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাও চালায় দেশটি।

ইরানের রাজধানী তেহরানের আদালতের এক আইনজীবীর বরাত দিয়ে দেশটির বার্তা সংস্থা আইএসএনএ জানায়, সোলাইমানি হত্যাকাণ্ডের অভিযোগে ট্রাম্পসহ আরও ৩০’এর বেশি জনের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ছাড়া আর কারো নাম উল্লেখ করেননি তিনি।

এদিকে এ বিষয়ে কথা বলতে চাইলে আলজাজিরাকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইন্টারপোল।

তবে ইন্টারপোলের কাছে ইরানের এমন আবেদনের অর্থ এই নয় যে, ট্রাম্প ও অন্যদের গ্রেফতারে সংস্থাটি সহায়তা করবে। বরং, ইন্টারপোলের নীতিমালা “রাজনৈতিক প্রকৃতির কোনো কার্যক্রমের পদক্ষেপ” নিতে সংস্থাটিকে বিরত রাখে।