দুখিনি মা
- Update Time : ০৭:৪৬:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২০
- / 198
দুখিনি মা
মুন্নী আক্তার
মা আমার জান
এই শব্দে ফিরে পাই প্রাণ,
সুমধুর এই সুর
মনে করে ঘুরঘুর!
যে মা করেছেন লালন
কত কষ্টে করেছেন পালন।
এত কষ্ট কোথায় গেলো???
সন্তান যখন বড় হলো!!
কষ্ট যে তার ছাড়েনা সঙ্গ,
সন্তানেরা করছে কত রঙ্গ।
কোথায় গেলো এত রঙ্গ সেদিন
কত কষ্ট করেছেন মা যেদিন।
একটা প্রশ্ন করব কি আজ?
কার খুশিতে করছো সাজ??
হায়রে মানুষ হায়রে সাজ!
কেন যে নাই তোদের লাজ!
মা যদি থাকে পথের তরে,
তুই কেন থাকিস অট্রালিকা পরে!!!
Tag :