খুলনা প্রতিনিধি:
এসময় আরও ৫ বনদস্যু গ্রেপ্তার ও ২ ভিকটিমকে উদ্ধার এবং একটি ট্রলারসহ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়। অভিযানকালে গোলাগুলিতে ২ র্যাব সদস্য আহত হয়েছে।
আজ রবিবার (২৮শে জুন) দুপুরে, খুলনায় র্যাব-৬ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে র্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের আশাশুনী এলাকায় বনদস্যু বুলবুল বাহিনীর সদস্যরা আবারো সক্রিয় হচ্ছে এমন একটি সংবাদের ভিত্তিতে অভিযান শুরু করে র্যাব।
গত ২৫ জুন রাত ১০টা থেকে আজ ভোর পর্যন্ত সুন্দরবনের মালঞ্চ, দোবাকিসহ আশেপাশের খালগুলিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বনদস্যু বুলবুল বাহিনীর ৩ সদস্য নিহত হয়।
নিহতরা হলেন: শরিফুল ইসলাম, হাবিবুর রহমান ও অজ্ঞাত একজন। অভিযান চলাকালে গোলাগুলিতে ২ র্যাব সদস্যও আহত হয়। এসময় ৫ বনদস্যু গ্রেপ্তার ও ২ ভিকটিমকে উদ্ধার করা হয়। এছাড়া, ৫টি অস্ত্র, ৩৩ রাউন্ড তাজা গুলিসহ একটি ট্রলার জব্দ করে র্যাব সদস্যরা।