ধর্ম প্রতিমন্ত্রী শেখ আবদুল্লাহর মৃত্যুতে তথ্য প্রতিমন্ত্রীর শোক
- Update Time : ০৭:০৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০
- / 187
নিজস্ব প্রতিবেদক:
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।
.
এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
.
প্রতিমন্ত্রী বলেন, স্বল্প সময়ে হজ্জ ব্যবস্থাপনায় শৃংখলা, হাজীদের স্বাচ্ছন্দ্যে পবিত্র হজ্জব্রত পালনে তিনি যে অবদান রেখে গেছেন তা দেশবাসী শ্রদ্ধার সাথে স্মরণ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমে তিনি যে আন্তরিকতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন সে জন্য এলাকার মানুষের হৃদয়জুড়ে তিনি অমলিন হয়ে থাকবেন।
.
প্রসঙ্গত, শনিবার (১৩ জুন) রাত ১১.৪৫ মিনিটে রাজধানীর সামরিক হাসপাতালে (সিএমএইচ) ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
Tag :