করোনায় মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালকের মৃত্যু

  • Update Time : ০৮:৫৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
  • / 258

নিজস্ব প্রতিবেদক:

মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক ফখরুল কবির করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্টে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

চলতি মাসের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হন এই কর্মকর্তা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। গতকাল তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

তার স্ত্রীও করোনা পজিটিভ, তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। ফখরুল কবির বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য ও যুগ্ম-সচিব। মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য ও যুগ্মসচিব মো. ফখরুল কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ও সচিব কাজী রওশন আক্তার।

Tag :

Please Share This Post in Your Social Media


করোনায় মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালকের মৃত্যু

Update Time : ০৮:৫৩:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০

নিজস্ব প্রতিবেদক:

মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক ফখরুল কবির করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার দিনগত রাত আড়াইটার দিকে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্টে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন।

চলতি মাসের প্রথম সপ্তাহে করোনায় আক্রান্ত হন এই কর্মকর্তা। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। গতকাল তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

তার স্ত্রীও করোনা পজিটিভ, তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। ফখরুল কবির বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য ও যুগ্ম-সচিব। মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৩তম ব্যাচের সদস্য ও যুগ্মসচিব মো. ফখরুল কবিরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা ও সচিব কাজী রওশন আক্তার।