জোনভিত্তিক লকডাউনের প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী
- Update Time : ০৪:৫১:৪৯ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
- / 193
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস সংক্রমণের মাত্রা অনুযায়ী পুরো দেশকে রেড, ইয়েলো ও গ্রিন জোনে ভাগ করে লকডাউন করার প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৮ জুন) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে হয়।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের সঙ্গে আমার কথা হয়েছে। প্রধানমন্ত্রী এ প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। জোন বিভাজন সারা বিশ্বে হয়েছে। আমরা এটিতে সুফল পাবো। জোন ঘোষণা করলে সবার জন্যই ভালো, কারণ সবাই সতর্ক হবে।’
তিনি আরো বলেন, ‘কোনো এলাকায় যদি অধিক সংক্রমণ থাকে, সে এলাকাকে যাতে বিশেষ নিয়ন্ত্রণে নেওয়া যায়, সে বিষয়ে প্রধানমন্ত্রী গতকাল রোববার সম্মতি দিয়েছেন।’
Tag :