দেশে আজও ৪২ জনের মৃত্যু ,আক্রান্ত ২ হাজার ৭৩৫

  • Update Time : ০৮:৪২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০
  • / 193

 

বিশেষ প্রতিনিধিঃ 

দেশে গেল ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন আরও ৪২ জন। করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে সোমবার (৮ জুন) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে রোববার অধিদপ্তর, ২ হাজার ৭৪৩ জনের শনাক্ত ও ৪২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল।

এদিকে প্রতিবেশী ভারতে ক্রমেই বাড়ছে সংক্রমিত রোগীর সংখ্যা। সর্বশেষ তথ্যানুযায়ী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৯০ জন। এছাড়া সেখানে মারা গেছেন ৭ হাজার ২০৭ জন।

অন্যদিকে বিশ্বব্যাপী ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলছে। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭১ লাখের বেশি মানুষের শরীরে। এছাড়া এর কারণে মৃত্যু ছাড়িয়ে গেছে ৪ লাখ। তবে আশার কথা হলো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩৪ লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষ।

ভাইরাসটিতে সবচেয়ে বেশি শনাক্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত ২০ লাখেরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।

অন্যদিকে যেই চীন থেকে ভাইরাসটির সংক্রমণ শুরু হয় সেই দেশটির পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সেখানে সংক্রমিত রোগীর সংখ্যা পাঁচ সংখ্যা পাড় হয়নি। এছাড়া সংক্রমণের সংখ্যা বিবেচনায় এক নম্বরে থেকে ধীরে ধীরে নীচের দিকে নামছে দেশটি। বর্তমানে অবস্থান করছে ১৮ নম্বরে।

Tag :

Please Share This Post in Your Social Media


দেশে আজও ৪২ জনের মৃত্যু ,আক্রান্ত ২ হাজার ৭৩৫

Update Time : ০৮:৪২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২০

 

বিশেষ প্রতিনিধিঃ 

দেশে গেল ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৭৩৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে মারা গেছেন আরও ৪২ জন। করোনাভাইরাস নিয়ে নিয়মিত অনলাইন বুলেটিনে সোমবার (৮ জুন) এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে রোববার অধিদপ্তর, ২ হাজার ৭৪৩ জনের শনাক্ত ও ৪২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল।

এদিকে প্রতিবেশী ভারতে ক্রমেই বাড়ছে সংক্রমিত রোগীর সংখ্যা। সর্বশেষ তথ্যানুযায়ী দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৯০ জন। এছাড়া সেখানে মারা গেছেন ৭ হাজার ২০৭ জন।

অন্যদিকে বিশ্বব্যাপী ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েই চলছে। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৭১ লাখের বেশি মানুষের শরীরে। এছাড়া এর কারণে মৃত্যু ছাড়িয়ে গেছে ৪ লাখ। তবে আশার কথা হলো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন ৩৪ লাখ ৬৬ হাজারেরও বেশি মানুষ।

ভাইরাসটিতে সবচেয়ে বেশি শনাক্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সেখানে এখন পর্যন্ত ২০ লাখেরও বেশি মানুষ এতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ।

অন্যদিকে যেই চীন থেকে ভাইরাসটির সংক্রমণ শুরু হয় সেই দেশটির পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। সেখানে সংক্রমিত রোগীর সংখ্যা পাঁচ সংখ্যা পাড় হয়নি। এছাড়া সংক্রমণের সংখ্যা বিবেচনায় এক নম্বরে থেকে ধীরে ধীরে নীচের দিকে নামছে দেশটি। বর্তমানে অবস্থান করছে ১৮ নম্বরে।