করোনাভাইরাসের কারণে বিশ্বের অর্থনীতিতে ভয়ানক ধস নেমেছে এমন মন্তব্য করেছে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস।
গত কয়েকমাস ধরে চলা করোনা মহামারির কারণে কোটি কোটি মানুষের জীবন ও জীবিকা ঝুঁকির মধ্যে পড়েছে। বিশ্বের অন্তত ছয় কোটি মানুষ চরম দারিদ্রতার মুখে পড়বে বলেও জানান তিনি। কর্মহীন হওয়ার পাশাপাশি কমে যাবে দৈনিক আয়। বিবিসিও রেডিওতে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ম্যালপাস।
যুক্তরাষ্ট্রের শেয়ার মার্কেটের সূচক উর্ধ্বমূখী থাকলেও দরিদ্রদেশগুলোতে এরই মধ্যে কাজ হারিয়েছেন অনেক মানুষ। এসব মানুয়ের নতুন কাজ পাওয়াও কঠিন হয়ে পড়েছে। সারাবিশ্বে চলমান অর্থনৈতিক মন্দা আগামী এক দশক ধরে চলতে পারে বলেও আশঙ্কা করছেন তিনি।