এবার চট্টগ্রামের কোচদের পাশে তামিম

  • Update Time : ০১:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
  • / 226
নিজস্ব প্রতিবেদক:
করোনাকালে ভালো কাজের দারুণ সব উদাহরণ তৈরি করে চলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।রবিবার খান পরিবাবের ছোট ছেলে তামিম ইকবাল চট্টগ্রামের স্থানীয় ৫০ জন কোচকে আর্থিক অনুদান দিয়েছেন।তামিমের বড় ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল অনুদানের টাকা ৫০জন কোচের হাতে তুলে দেন।
.

মূলত চট্টগ্রামের কয়েকজন সিনিয়র কোচ তামিমের কাছে করোনার সময়ে অসহায় হয়ে পড়া কিছু কোচদের ব্যাপারে বলেন। সিনিয়র ওই কোচদের কথা শুনে তামিম চট্টগ্রামের ৫০ জন কোচকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীকালে চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের ব্যবস্থপনায় তামিমের এই অর্থ করোনা সংকটে সমস্যায় পড়া কোচদের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে  নাফিস ইকবাল বলেছেন, ‘চট্টগ্রামে  আমি এবং তামিম বাবার হাত ধরে যখন মাঠে যেতাম, এই কোচরাই আমাদের ক্রিকেট দীক্ষা দিয়েছেন। এই দু:সময়ে তাদের পাশে দাঁড়ানোটা প্রতিটি ছাত্রদের দায়িত্বের মধ্যে পড়ে। চট্টগ্রামের স্থানীয় সিনিয়র কোচদের ব্যবস্থাপনায় তামিম ৫০ জন ক্রিকেট কোচকে অনুদান দিয়েছে।  তারা মনে বিন্দুমাত্র কষ্ট যাতে না পান, সে জন্য প্রতিটি খামই তাদের টেবিলে গিয়ে দেওয়া হয়েছে। তারা যেন কোনভাবে এটাকে অন্য দৃষ্টিতে না দেখেন, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। তামিম এটা প্রচার করতে চায়নি, কোচরাই চেয়েছে এটা প্রচার হোক। এই কোচদের কারণেই কতশত ক্রিকেটার আজ তারকা বনে গেছে। তাদের সম্মানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

গত কয়েক মাস ধরে তামিমের এমন নানামুখী উদ্যোগে ভীষণ গর্বিত বড় ভাই নাফিস, ‘বড় ভাই হিসেবে ভালো লাগছে, সব ভালোর সঙ্গে আমার ছোট ভাই জড়িয়ে আছে। যেখানেই সমস্যা দেখছে এগিয়ে আসছে। তামিমকে দেখে সবাই অনুপ্রেরণা খুঁজে পাচ্ছে। আমি নিজেও তামিমকে দেখে অনুপ্রাণিত হয়ে কিছু করার চেষ্টা করছি। তামিমকে দেখে ২-১ জন লোকও যদি এগিয়ে আসে, করোনার এই সময়টাতে ওই পরিবারগুলো উপকৃত হবে। তামিমের কার্যক্রম দেখে বড় ভাই হিসেবে গর্ব হয়।

Tag :

Please Share This Post in Your Social Media


এবার চট্টগ্রামের কোচদের পাশে তামিম

Update Time : ০১:৪৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক:
করোনাকালে ভালো কাজের দারুণ সব উদাহরণ তৈরি করে চলেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।রবিবার খান পরিবাবের ছোট ছেলে তামিম ইকবাল চট্টগ্রামের স্থানীয় ৫০ জন কোচকে আর্থিক অনুদান দিয়েছেন।তামিমের বড় ভাই সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল অনুদানের টাকা ৫০জন কোচের হাতে তুলে দেন।
.

মূলত চট্টগ্রামের কয়েকজন সিনিয়র কোচ তামিমের কাছে করোনার সময়ে অসহায় হয়ে পড়া কিছু কোচদের ব্যাপারে বলেন। সিনিয়র ওই কোচদের কথা শুনে তামিম চট্টগ্রামের ৫০ জন কোচকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীকালে চট্টগ্রাম ক্রিকেট কোচেস অ্যাসোসিয়েশনের ব্যবস্থপনায় তামিমের এই অর্থ করোনা সংকটে সমস্যায় পড়া কোচদের হাতে তুলে দেওয়া হয়।

এ বিষয়ে  নাফিস ইকবাল বলেছেন, ‘চট্টগ্রামে  আমি এবং তামিম বাবার হাত ধরে যখন মাঠে যেতাম, এই কোচরাই আমাদের ক্রিকেট দীক্ষা দিয়েছেন। এই দু:সময়ে তাদের পাশে দাঁড়ানোটা প্রতিটি ছাত্রদের দায়িত্বের মধ্যে পড়ে। চট্টগ্রামের স্থানীয় সিনিয়র কোচদের ব্যবস্থাপনায় তামিম ৫০ জন ক্রিকেট কোচকে অনুদান দিয়েছে।  তারা মনে বিন্দুমাত্র কষ্ট যাতে না পান, সে জন্য প্রতিটি খামই তাদের টেবিলে গিয়ে দেওয়া হয়েছে। তারা যেন কোনভাবে এটাকে অন্য দৃষ্টিতে না দেখেন, সেদিকে লক্ষ্য রাখা হয়েছে। তামিম এটা প্রচার করতে চায়নি, কোচরাই চেয়েছে এটা প্রচার হোক। এই কোচদের কারণেই কতশত ক্রিকেটার আজ তারকা বনে গেছে। তাদের সম্মানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।’

গত কয়েক মাস ধরে তামিমের এমন নানামুখী উদ্যোগে ভীষণ গর্বিত বড় ভাই নাফিস, ‘বড় ভাই হিসেবে ভালো লাগছে, সব ভালোর সঙ্গে আমার ছোট ভাই জড়িয়ে আছে। যেখানেই সমস্যা দেখছে এগিয়ে আসছে। তামিমকে দেখে সবাই অনুপ্রেরণা খুঁজে পাচ্ছে। আমি নিজেও তামিমকে দেখে অনুপ্রাণিত হয়ে কিছু করার চেষ্টা করছি। তামিমকে দেখে ২-১ জন লোকও যদি এগিয়ে আসে, করোনার এই সময়টাতে ওই পরিবারগুলো উপকৃত হবে। তামিমের কার্যক্রম দেখে বড় ভাই হিসেবে গর্ব হয়।