নির্বাচনী প্রচারণার শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন হাতপাখার চেয়ারম্যান প্রার্থী সোহাগ
- Update Time : ১২:২০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১
- / 206
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই গরম হয়ে উঠছে রাজনীতির মাঠ। সকাল হতে শুরু করে রাত-দিন পথে ঘাটে, পাড়া, মহল্লা, হাট, বাজারে ও চায়ের দোকানে চলে নির্বাচনের প্রচার-প্রচারণা। এরই ধারাবাহিকতায় চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চলছে নির্বাচনী প্রচারণা।
নির্বাচনী প্রচারণার শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন শাহমাহমুদপুরে ইউনিয়ন পরিষদে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শাহজামাল গাজী সোহাগ।
তরুণ প্রার্থী ও আলেম সমাজের সমর্থন থাকায় জনপ্রিয়তা ও আলোচনায় আছেন ইসলামী আন্দেলনের এই নেতা।
শাহমাহমুদপুরে মূল লড়াই হবে ক্ষমতাসীন সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা এবং ইসলামী আন্দোলনের হাতপাখার সাথে।
শাহজামাল গাজী সোহাগ দীর্ঘদিন থেকে তিনি নিজের দক্ষতা, যোগ্যতা, ভালবাসা, অভিজ্ঞতা দিয়ে ইউনিয়নের সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
ইউপি নির্বাচনে হাতপাখার এখন পর্যন্ত জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন।
আজ সকাল থেকে তিনি ইউনিয়নের স্থানীয় বাজারের অলি-গলিতে বাজারের ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগে করেন।
এ সময় শাহজামাল গাজী সোহাগ বাজার, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে প্রতিশ্রুতি দিয়ে তাকে ভোট দিয়ে নির্বাচিত করে ইউনিয়নের উন্নয়ন করার সুযোগ চান জনগণের কাছে।