সেশনজট নিরসনে ঢাবির শরৎ ও শীতকালীন ছুটি কমানোর সিদ্ধান্ত

  • Update Time : ০৯:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • / 206

মুহাম্মদ ইমাম-উল-জাননাহ, ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের(২০২১-২২) শরৎ ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। তবে, এই ছুটির মধ্যে শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, বুদ্ধিজীবী দিবস ও যিশু খ্রিষ্টের জন্মদিনের ছুটি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ, বৃহস্পতিবার (৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ ছুটির মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চারদিন, লক্ষ্মীপূজা উপলক্ষে একদিন, বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসের দুদিন, বড়দিনের একদিনসহ মোট আটদিনের ছুটি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ২৭ দিনের মধ্যে মোট ১৯ দিনের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, শিক্ষাবর্ষে শরৎ ও শীতকালীন ছুটি হিসেবে মোট ২৭ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা ছিল।

Please Share This Post in Your Social Media


সেশনজট নিরসনে ঢাবির শরৎ ও শীতকালীন ছুটি কমানোর সিদ্ধান্ত

Update Time : ০৯:১৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১

মুহাম্মদ ইমাম-উল-জাননাহ, ঢাবি প্রতিনিধি:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলতি শিক্ষাবর্ষের(২০২১-২২) শরৎ ও শীতকালীন ছুটি বাতিল করা হয়েছে। তবে, এই ছুটির মধ্যে শারদীয় দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, বুদ্ধিজীবী দিবস ও যিশু খ্রিষ্টের জন্মদিনের ছুটি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনাভাইরাস পরিস্থিতির কারণে দীর্ঘদিন ধরে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের সম্ভাব্য সেশনজট নিরসন করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ, বৃহস্পতিবার (৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী এ ছুটির মধ্যে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চারদিন, লক্ষ্মীপূজা উপলক্ষে একদিন, বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবসের দুদিন, বড়দিনের একদিনসহ মোট আটদিনের ছুটি বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ২৭ দিনের মধ্যে মোট ১৯ দিনের ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উল্লেখ্য, শিক্ষাবর্ষে শরৎ ও শীতকালীন ছুটি হিসেবে মোট ২৭ দিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা ছিল।