পরীমনি-সাকলায়েন সম্পর্কের রহস্য খুঁজতে কারাগারে যাবে তদন্ত কমিটি

  • Update Time : ০১:৩৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১
  • / 196

নিজস্ব প্রতিবেদকঃ

ডিএমপির গোয়েন্দা বিভাগের সাবেক এডিসি গোলাম সাকলায়েন শিথিল ও আলোচিত চিত্রনায়িকা পরীমনির কেক খাওয়ার একটি ভিডিও কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তাদেরকে চুম্বন করতেও দেখা যায়। এই ভিডিওর পরই সাকলায়েন ও পরীমনির সম্পর্ক নিয়ে শুরু হয় নানা আলোচনা।

তাদের সম্পর্কের রহস্য জানতে কারাগারে যাবে সংশ্লিষ্ট পুলিশের ৩ সদস্যের তদন্ত কমিটি। সেখানে রয়েছেন পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি ও তার কথিত মামা আশরাফুল ইসলাম দীপু।

ইতোমধ্যে দুই দফায় সময় বাড়ানোর পরে কমিটি আরও ১৫ দিনের সময় চেয়েছে এই ঘটনার তদন্ত সংশ্লিষ্ট বিভাগের সাথে।

এর আগে গত ১১ আগস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মাসুদ করিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে থাকা অন্য সদস্যরা হলেন- ডিএমপির নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-কমিশনার হামিদা পারভীন এবং সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আকতার।

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার গণমাধ্যমকে বলেন, এটি একটি অফিসিয়াল কাজ। তদন্তের প্রয়োজনে যাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সাক্ষ্যের প্রয়োজনে আমরা তা নিচ্ছি। কিছু বিষয় নতুন করে আমরা আমলে নিয়েছি। সেগুলোর কাজ করতে সময় প্রয়োজন। এজন্য নতুন করে কমিটি সময় চেয়েছে সংশ্লিষ্ট দপ্তরে।

Please Share This Post in Your Social Media


পরীমনি-সাকলায়েন সম্পর্কের রহস্য খুঁজতে কারাগারে যাবে তদন্ত কমিটি

Update Time : ০১:৩৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১

নিজস্ব প্রতিবেদকঃ

ডিএমপির গোয়েন্দা বিভাগের সাবেক এডিসি গোলাম সাকলায়েন শিথিল ও আলোচিত চিত্রনায়িকা পরীমনির কেক খাওয়ার একটি ভিডিও কিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে তাদেরকে চুম্বন করতেও দেখা যায়। এই ভিডিওর পরই সাকলায়েন ও পরীমনির সম্পর্ক নিয়ে শুরু হয় নানা আলোচনা।

তাদের সম্পর্কের রহস্য জানতে কারাগারে যাবে সংশ্লিষ্ট পুলিশের ৩ সদস্যের তদন্ত কমিটি। সেখানে রয়েছেন পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি ও তার কথিত মামা আশরাফুল ইসলাম দীপু।

ইতোমধ্যে দুই দফায় সময় বাড়ানোর পরে কমিটি আরও ১৫ দিনের সময় চেয়েছে এই ঘটনার তদন্ত সংশ্লিষ্ট বিভাগের সাথে।

এর আগে গত ১১ আগস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মাসুদ করিমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে থাকা অন্য সদস্যরা হলেন- ডিএমপির নারী সহায়তা ও তদন্ত বিভাগের উপ-কমিশনার হামিদা পারভীন এবং সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আকতার।

এ বিষয়ে তদন্ত কমিটির সদস্য সিআইডির ফরেনসিক বিভাগের বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার গণমাধ্যমকে বলেন, এটি একটি অফিসিয়াল কাজ। তদন্তের প্রয়োজনে যাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সাক্ষ্যের প্রয়োজনে আমরা তা নিচ্ছি। কিছু বিষয় নতুন করে আমরা আমলে নিয়েছি। সেগুলোর কাজ করতে সময় প্রয়োজন। এজন্য নতুন করে কমিটি সময় চেয়েছে সংশ্লিষ্ট দপ্তরে।