আফগানিস্তান নিয়ে পরিকল্পনা জানাল তালেবান

  • Update Time : ০৭:৪২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • / 156

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের তালেবানের বিজয় ধ্বনি শুরু হয়েছে। আগামী দিনে তারাই দেশ পরিচালনা করবেন। এমন অবস্থায় আফগানিস্তান নিয়ে পরিকল্পনা জানিয়েছে তালেবান।

বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সুহেল শাহীন আগামী কয়দিন তারা কী কী করবেন সেটা জানান।

তালেবানের এই নেতা বলেন, আগামী কয় দিনের মধ্যে প্রথমত, আমরা ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর চাই, দ্বিতীয়ত, মানুষ তাদের স্বাভাবিক কাজকর্ম শুরু করবে, তৃতীয়ত যারা কাবুল সরকারের সঙ্গে কাজ করেছে আমরা তাদের ওপর কোনো ধরনের প্রতিশোধ নেব না।

তালেবানের এই নেতা আরও বলেন, আমরা চাই সকল বিদেশি দূতাবাস তাদের স্বাভাবিক কাজকর্ম চালু রাখুক। কূটনীতিকদের কোনো ভয় নেই। সবাই পূর্বের মতো কাজ করবে।

এ সময় তিনি বলেন, আশরাফ গনিসহ আফগানিস্তানের নেতাদের আমরা আমাদের সঙ্গে কাজ করার আহ্বান জানাই।

Please Share This Post in Your Social Media


আফগানিস্তান নিয়ে পরিকল্পনা জানাল তালেবান

Update Time : ০৭:৪২:১৬ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের তালেবানের বিজয় ধ্বনি শুরু হয়েছে। আগামী দিনে তারাই দেশ পরিচালনা করবেন। এমন অবস্থায় আফগানিস্তান নিয়ে পরিকল্পনা জানিয়েছে তালেবান।

বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র সুহেল শাহীন আগামী কয়দিন তারা কী কী করবেন সেটা জানান।

তালেবানের এই নেতা বলেন, আগামী কয় দিনের মধ্যে প্রথমত, আমরা ক্ষমতার শান্তিপূর্ণ হস্তান্তর চাই, দ্বিতীয়ত, মানুষ তাদের স্বাভাবিক কাজকর্ম শুরু করবে, তৃতীয়ত যারা কাবুল সরকারের সঙ্গে কাজ করেছে আমরা তাদের ওপর কোনো ধরনের প্রতিশোধ নেব না।

তালেবানের এই নেতা আরও বলেন, আমরা চাই সকল বিদেশি দূতাবাস তাদের স্বাভাবিক কাজকর্ম চালু রাখুক। কূটনীতিকদের কোনো ভয় নেই। সবাই পূর্বের মতো কাজ করবে।

এ সময় তিনি বলেন, আশরাফ গনিসহ আফগানিস্তানের নেতাদের আমরা আমাদের সঙ্গে কাজ করার আহ্বান জানাই।