ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৫

  • Update Time : ১২:৫১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • / 172

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ময়মনসিংহগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানা, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুর পাড় নামক স্থানে সিমেন্ট ভর্তি দাঁড়িয়ে থাকা ক্যাভার্ডভ্যানকে ময়মনসিংহের হালুঘাটগামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাস সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন।

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, আহতদের উদ্ধার করে ত্রিশাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, নিহতদের তিনটি মরদেহ ত্রিশাল থানায় ও দুটি মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। নিহত পাঁচ জনের সবাই পুরুষ। এদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শহিদুল ইসলাম। সে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালির বাজার এলাকার বাসিন্দা। সে ভালুকা স্কয়ার মাস্টার বাড়ি রিদিশা টেক্সটাইল মিলে লোডার পদে কর্মরত ছিল।

Please Share This Post in Your Social Media


ত্রিশালে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত ৫

Update Time : ১২:৫১:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ময়মনসিংহগামী একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বৈলর বড়পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ত্রিশাল থানা, ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুর পাড় নামক স্থানে সিমেন্ট ভর্তি দাঁড়িয়ে থাকা ক্যাভার্ডভ্যানকে ময়মনসিংহের হালুঘাটগামী ইমাম পরিবহনের যাত্রীবাহী বাস সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের পাঁচ যাত্রী নিহত হন।

ত্রিশাল ফায়ার সার্ভিস অফিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, আহতদের উদ্ধার করে ত্রিশাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, নিহতদের তিনটি মরদেহ ত্রিশাল থানায় ও দুটি মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। নিহত পাঁচ জনের সবাই পুরুষ। এদের মধ্যে এক জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম শহিদুল ইসলাম। সে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালির বাজার এলাকার বাসিন্দা। সে ভালুকা স্কয়ার মাস্টার বাড়ি রিদিশা টেক্সটাইল মিলে লোডার পদে কর্মরত ছিল।