যুক্তরাষ্ট্রের আলাস্কায় ৬.৯ মাত্রার ভূমিকম্প
- Update Time : ০৬:৪৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১
- / 206
আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের আলাস্কা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। পেরিভিলে শহর থেকে ১১৭ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পটির গভীরতা ছিল ২১ কিলোমিটার। আলাস্কার বৃহত্তম শহর অ্যাংকোরেজ থেকে ৫শ মাইল দূরের ছোট্ট গ্রাম পেরিভিলে।
এর আগে গত ২৯ জুলাই পেরিভিলে শহরে আরও একটি শক্তিশালীয় ভূমিকম্প আঘাত হেনেছিল। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৮ দশমিক ২। সে সময় ওই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়।
পেরিভিলে শহর থেকে ৫৮ মাইল (৯১) কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। এরপরেই দক্ষিণ আলাস্কা এবং আলাস্কান উপদ্বীপে সুনামি সতর্কতা জারি করা হয়।
এর আগে গত বছরের অক্টোবরে আলাস্কার দক্ষিণাঞ্চলীয় উপকূলে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে। তবে সে সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ারে অবস্থানের কারণে আলাস্কায় প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। ১৯৬৪ সালের মার্চে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে আলাস্কায়। ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৯ দশমিক ২। সে সময় শক্তিশালী ভূমিকম্প এবং এর প্রভাবে সুনামির আঘাতে আড়াই শতাধিক মানুষ প্রাণ হারায়।