বঙ্গবন্ধুর সঠিক নেতৃত্বে বাঙালি জাতি সতন্ত্র পরিচয় লাভ করে:ইবি ভিসি
- Update Time : ০৩:৪১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
- / 155
রাকিব হোসেন, ইবি প্রতিনিধি:
স্বাধীনতার পর বাংলাদেশে ক্ষুধা, দারিদ্র্য-দুর্দশায় চারিদিকে যখন নাই নাই অবস্থা সৃষ্টি হয় তখন বঙ্গবন্ধু অত্যন্ত সাহসিকতার সাথে হাল ধরেন। লক্ষ্য বিচ্যুত না হয়ে সে মানুষটি সব দিকে সমন্বয় করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। সঠিক নেতৃত্বর ফলে বাঙালি জাতির সতন্ত্র পরিচয় লাভ ও অস্তিত্ব প্রতিষ্ঠা করেন তিনি। সোনার বাংলা গড়তে এমন কোনো জায়গা নেই যেখানে তিনি হাত দেননি। কারণ বঙ্গবন্ধু কাঙাল ছিলেন মানুষকে ভালোবাসা দেয়ার। বঙ্গবন্ধু মারা যাননি। বঙ্গবন্ধু ছিলেন, আছেন, থাকবেন আমাদের মননে, আত্মায়।
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত ওয়েবিনার ‘৭৫’র ১৫ আগস্ট ঘটেছিলো প্রতিবিপ্লব’ এ প্রধান আলোচকের বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম এসব কথা বলেন।
উপাচার্য বলেন, ‘৭৫ এর ১৫ আগস্ট এ কাপুরুষোচিত পন্থা বেছে নিয়েছিল স্বাধীনতা বিরোধীরা। তাদের ধারণা ছিলো বঙ্গবন্ধুকে সরিয়ে দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রাকে থামিয়ে দিবে। কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে শক্ত হাতে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। উন্নয়নের মধ্যে দিয়ে তিনি বঙ্গবন্ধু হত্যার জবাব দিচ্ছেন।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ড. এ এ মালেক।
এছাড়াও সম্মানিত আলোচক হিসেবে বক্তব্যে রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভুঁইয়া, কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের প্রেসেডিয়াম সদস্য প্রফেসর আ ব ম ফারুক, পরিচালনা পরিষদের সদস্য ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন, মতিউর রহমান লাল্টু প্রমুখ।
ওয়েবিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর ড. মাহবুবুল আরফীন ওয়েবিনারের সঞ্চালনা করেন।