লর্ডসে রাজার মতই খেলছে ভারত

  • Update Time : ১০:২৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১
  • / 178

স্পোর্টস ডেস্ক:

লর্ডসে টস শুরুর আগেই এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল। যে কারণে ইংল্যান্ড অধিনায়ক জো রুট দ্বিতীয় টেস্টে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। তার ধারণা ছিল একে তো মেঘলা পরিবেশ, তার ওপর বৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও কঠিন, ভারতীয় ব্যাটিং লাইনআপকে ভাগে নিয়ে আসা কঠিন হবে না।

কিন্তু লোকেশ রাহুল ও রোহিত শর্মার পরিমার্জিত ব্যাটিংয়ের ওপর ভিত্তি করে সেই চিন্তা সম্পূর্ণ গায়েব হয়ে গেলো ভারতের। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯৭ রানে জুটি ভেঙে গেলেও লর্ডসে সেই সুযোগ হাতছাড়া করেননি ভারতীয় দুই ওপেনার। বৃষ্টি এবং মেঘলা পরিবেশ, প্রতিপক্ষের দুরন্ত বোলিং- সবকিছুরই জবাব দিয়েছেন ধৈর্য্যের সঙ্গে।

প্রথম টেস্টে রোহিত শর্মা যেখানে একটু দেখে খেলেছিলেন, লর্ডসে তিনিই সেট হওয়ার পর আগ্রাসী ভূমিকা নেন। যে কারণে দেখা গেলো দুই ওপেনারের জুটিতেই উঠলো ১২৬ রান। ১৪৫ বল খেলে ৮৩ রান করে বিদায় নেন রোহিত শর্মা। জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হন তিনি। এরপর যদিও অ্যান্ডারস তোপে মাত্র ৯ রান করেই ফিরে যেতে হয়েছে চেতেশ্বর পুজারাকেও।

এ রিপোর্ট লেখার সময় ভারতের রান এগিয়ে যাচ্ছে তরতর করে। আরেক ওপেনার লোকেশ রাহুল ব্যাট করছেন ৭৬ রান নিয়ে। তার সঙ্গে উইকেটে রয়েছেন বিরাট কোহলি। তিনি ব্যাট করছেন ৯ রান নিয়ে। ভারতের মোট স্কোর ২ উইকেট হারিয়ে ১৯১। বৃষ্টি হওয়ায়, না হলে স্কোরবোর্ডে তাদের রান আরো বেশি থাকতে পারতো।

২০১০ সালের পর থেকে এশিয়ার বাইরে রোহিত আর লোকেশ রাহুলের ওপেনিং জুটিতে করা ১২ রানের ইনিংস হচ্ছে ভারতের প্রথম শতরানের জুটি। শুধু তাই নয়- বিনু মানকড় এবং পঙ্কজ রায়ের পর এটিই ইংল্যান্ডের মাটিতে প্রথম ইনিংসে ভারতের প্রথম শতাধিক রানের পার্টনারশিপ।

Tag :

Please Share This Post in Your Social Media


লর্ডসে রাজার মতই খেলছে ভারত

Update Time : ১০:২৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১

স্পোর্টস ডেস্ক:

লর্ডসে টস শুরুর আগেই এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছিল। যে কারণে ইংল্যান্ড অধিনায়ক জো রুট দ্বিতীয় টেস্টে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান। তার ধারণা ছিল একে তো মেঘলা পরিবেশ, তার ওপর বৃষ্টি হওয়ায় পরিস্থিতি আরও কঠিন, ভারতীয় ব্যাটিং লাইনআপকে ভাগে নিয়ে আসা কঠিন হবে না।

কিন্তু লোকেশ রাহুল ও রোহিত শর্মার পরিমার্জিত ব্যাটিংয়ের ওপর ভিত্তি করে সেই চিন্তা সম্পূর্ণ গায়েব হয়ে গেলো ভারতের। প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯৭ রানে জুটি ভেঙে গেলেও লর্ডসে সেই সুযোগ হাতছাড়া করেননি ভারতীয় দুই ওপেনার। বৃষ্টি এবং মেঘলা পরিবেশ, প্রতিপক্ষের দুরন্ত বোলিং- সবকিছুরই জবাব দিয়েছেন ধৈর্য্যের সঙ্গে।

প্রথম টেস্টে রোহিত শর্মা যেখানে একটু দেখে খেলেছিলেন, লর্ডসে তিনিই সেট হওয়ার পর আগ্রাসী ভূমিকা নেন। যে কারণে দেখা গেলো দুই ওপেনারের জুটিতেই উঠলো ১২৬ রান। ১৪৫ বল খেলে ৮৩ রান করে বিদায় নেন রোহিত শর্মা। জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড হন তিনি। এরপর যদিও অ্যান্ডারস তোপে মাত্র ৯ রান করেই ফিরে যেতে হয়েছে চেতেশ্বর পুজারাকেও।

এ রিপোর্ট লেখার সময় ভারতের রান এগিয়ে যাচ্ছে তরতর করে। আরেক ওপেনার লোকেশ রাহুল ব্যাট করছেন ৭৬ রান নিয়ে। তার সঙ্গে উইকেটে রয়েছেন বিরাট কোহলি। তিনি ব্যাট করছেন ৯ রান নিয়ে। ভারতের মোট স্কোর ২ উইকেট হারিয়ে ১৯১। বৃষ্টি হওয়ায়, না হলে স্কোরবোর্ডে তাদের রান আরো বেশি থাকতে পারতো।

২০১০ সালের পর থেকে এশিয়ার বাইরে রোহিত আর লোকেশ রাহুলের ওপেনিং জুটিতে করা ১২ রানের ইনিংস হচ্ছে ভারতের প্রথম শতরানের জুটি। শুধু তাই নয়- বিনু মানকড় এবং পঙ্কজ রায়ের পর এটিই ইংল্যান্ডের মাটিতে প্রথম ইনিংসে ভারতের প্রথম শতাধিক রানের পার্টনারশিপ।