মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরুতেই ছিলো বৃষ্টির বাগড়া। খেলা শুরু হয় নির্ধারিত সময়ের ঘন্টাখানেক পর। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
তবে, শুরুটা মোটেও ভালো হয়নি টাইগারদের। স্কোরবোর্ডে ৩ রান উঠতেই প্যাভিলিয়নে দুই ওপেনার। নাইমকে ফিরিয়েছেন হ্যাজেলউড আর সৌম্য জম্পার শিকার। বিপদে পড়া দলকে উদ্ধারের চেষ্টায় দুই অভিজ্ঞ সাকিব আর রিয়াদ। তবে, পার্টনারশিপটা থামে ফিফটির আগেই। ১৭ বলে ২৬ করে বিগ শট খেলতে গিয়ে সাকিব আউট। ১৩ বলে ১৯ রান করেন আফিফ আর ৫ বলে ১১ রান আসে সোহানের ব্যাটে। তবে, দু’জনই কাটা পড়েন রানআউটে।
উইকেটে টিকে ছিলেন রিয়াদ। ক্যাপ্টেনের ৫৩ বলে ৫২ রানের ইনিংসে শেষে স্কোরবোর্ডে জমা ১২৭ রান।
এদিকে, অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন ন্যাথান এলিস। ফিফটির পরের বলেই আউট মাহমুদউল্লাহ। অভিষিক্ত ন্যাথান এলিস পেলেন প্রথম উইকেটের দেখা। এরপর মেহেদি হাসান ও মুস্তাফিজও এলিসের শিকারে পরিণত হন।