কঠোর বিধিনিষেধের নবম দিনে রাজধানীতে গ্রেফতার ৪৮১
- Update Time : ১২:৩২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১ অগাস্ট ২০২১
- / 345
নিজস্ব প্রতিবেদক:
কঠোর বিধিনিষেধের নবম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে রাজধানীতে গ্রেফতার হয়েছেন ৪৮১ জন। আর ২০২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই লাখ ৬ হাজার ৭১০ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৪৪০টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে ১০ লাখ ৪৫ হাজার টাকা। আটদিনে রাজধানীতে মোট গ্রেফতার হলেন চার হাজার ৫ জন।
শনিবার (৩১ জুলাই) রাতে এসব তথ্য জানান ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।
তিনি বলেন, সকাল থেকে ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৪৮১ জনকে গ্রেফতার করা হয়েছে।
লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪৪০টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করেছে ১০ লাখ ৪৫ হাজার টাকা।
তিনি আরও বলেন, সরকার করোনার সংক্রমণরোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে বৃষ্টি উপেক্ষা করে নবম দিনেও রাজধানীজুড়ে সক্রিয় ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীতে সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও লকডাউনেও প্রতিষ্ঠান খোলা রাখায় ২০২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দুই লাখ ৬ হাজার ৭১০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, কঠোর বিধিনিষেধ নিশ্চিতে গতকাল শুক্রবার অষ্টম দিনে সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাতে গ্রেফতার হন ৩৮১ জন। আর ১০৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছিল ৬৯ হাজার ৯৪০ টাকা।
এছাড়া ট্রাফিক বিভাগ কর্তৃক ৩২১টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছিল ৮ লাখ ১৭ হাজার টাকা।