তোমাকেই খুঁজি
- Update Time : ০৮:০৯:০৯ অপরাহ্ন, শনিবার, ১০ জুলাই ২০২১
- / 244
তোমাকেই খুঁজি
ফরিদা আখ্তার মায়া
সকালের শুভ্রতায় তোমাকে খুঁজি
নিষ্ঠুর রোদের ছোঁয়ায় ও তুমি।।
বিদগ্ধ বিকেলে তোমাতেই জলকেলি করে দস্যি এ মন।
তোমাতে মেরুকরণ মেলাতে ব্যস্ত রাতের শরীর।
প্রৌঢ় জোস্না হাতছানি দিয়ে ডাকে
বিলম্বিত বাসরের ফুলশয্যায়
আর আমি নাগলিঙ্গমের কেশরে ডুবি।
মদিরার মাদকতায়।
তোমার ওষ্ঠযুগলে ডুব সাঁতার খেলা
হিরম্ময়ী চাঁদের জোছনার
কপাল ছুঁয়ে ঝরে পড়ে মৃন্ময়ী শিশির।
গোধুলীর নীরবতায় অভিসারে মেতে উঠে
পর্তুলিকার স্বপ্ন তোমার চোখের তারায় জ্বলে উঠে
দিবাকরের রশ্নি।
আর আমি অপলক তাকিয়ে খুঁজি
আমার প্রেমের সাতকাহন।
Tag :