ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৩০০ কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • Update Time : ০৩:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
  • / 183

আখাউড়া প্রতিনিধি:

রংপুরের বিখ্যাত ও সুস্বাদু ৩০০ কেজি হাঁড়িভাঙা আম ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে রোববার (৪ জুলাই) বাংলাদেশি একটি পিকআ ভ্যানে করে ওই আম আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় দুই দেশের আখাউড়া-আগরতলা নোম্যান্সল্যান্ডে (শূন্যরেখায়) প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার আমগ্রহণ করেন ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনার জোবায়েদ হোসেন এবং আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী।

অন্যদের মধ্যে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, আগরতলা কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট জয়দেব মুখার্জি, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, আখাউড়া কাস্টমস্ সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী, ইন্সপেক্টর ফারুক হোসেন, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ, স্থলবন্দরের বিজিবি কমান্ডার আব্দুর রহমানসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় আনন্দঘন পরিবেশে দুই দেশের কর্মকর্তারা জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহারের মাধ্যমে দুই দেশের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আরও সুদৃঢ় হলো।

প্রসঙ্গত প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সৌহার্দ ও সম্প্রীতির ধারাবাহিকতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বেনাপোল বন্দর দিয়ে উপহারের হাজার ২৬০০ কেজি আম ভারতে পাঠানো হয়। এর আগে ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ওষুধ পাঠানো হয়েছিল মোদি সরকারকে।

Please Share This Post in Your Social Media


ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য ৩০০ কেজি আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Update Time : ০৩:১১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১

আখাউড়া প্রতিনিধি:

রংপুরের বিখ্যাত ও সুস্বাদু ৩০০ কেজি হাঁড়িভাঙা আম ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে রোববার (৪ জুলাই) বাংলাদেশি একটি পিকআ ভ্যানে করে ওই আম আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এ সময় দুই দেশের আখাউড়া-আগরতলা নোম্যান্সল্যান্ডে (শূন্যরেখায়) প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার আমগ্রহণ করেন ত্রিপুরার বাংলাদেশ সহকারী হাইকমিশনার জোবায়েদ হোসেন এবং আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী।

অন্যদের মধ্যে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, আগরতলা কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট জয়দেব মুখার্জি, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, আখাউড়া কাস্টমস্ সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী, ইন্সপেক্টর ফারুক হোসেন, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ, স্থলবন্দরের বিজিবি কমান্ডার আব্দুর রহমানসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় আনন্দঘন পরিবেশে দুই দেশের কর্মকর্তারা জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহারের মাধ্যমে দুই দেশের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আরও সুদৃঢ় হলো।

প্রসঙ্গত প্রতিবেশী রাষ্ট্র ভারতের সঙ্গে সৌহার্দ ও সম্প্রীতির ধারাবাহিকতায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার হিসেবে আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বেনাপোল বন্দর দিয়ে উপহারের হাজার ২৬০০ কেজি আম ভারতে পাঠানো হয়। এর আগে ভারতে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ওষুধ পাঠানো হয়েছিল মোদি সরকারকে।