ইয়্যুথ ডিজিটাল স্টুডিও-এর যাত্রা শুরু
- Update Time : ১১:০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুন ২০২১
- / 191
নিজস্ব প্রতিবেদক:
যুব ভবনে নির্মিত হলো সর্বাধুনিক প্রযুক্তির ইয়্যুথ ডিজিটাল স্টুডিও। যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নবনির্মিত এ ডিজিটাল স্টুডিও উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি।
চলমান করোনা পরিস্থিতির কারণে ৩০ জুন, বুধবার বিকালে অনাড়ম্বর এক উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর সিনিয়র সচিব মো: আখতার হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর এর মহাপরিচালক, অতিরিক্ত সচিব মো: আজহারুল ইসলাম খান।এ সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও যুব উন্নয়ন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধনকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশ হচ্ছে যুবক যার সংখ্যা প্রায় ৫ কোটি ৩০ লক্ষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দৃঢ় ও গতিশীল নেতৃত্বে যে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠেছে তাঁর গতিধারা অব্যাহত রাখা এবং মাননীয় প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ বাস্তবায়নে আমাদের এ বিশাল যুব গোষ্ঠীকে যুব শক্তিতে রূপান্তরের বিকল্প নেই।
তিনি আরও বলেন, আমাদের যুবকদেরকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে যুব শক্তিতে রূপান্তরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সার্বিক দিক নির্দেশনায় যুব উন্নয়ন অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই ডিজিটাল স্টুডিও যার অংশ।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আয়োজিত ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ২০২০-এর আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত নানাবিধ ভার্চুয়াল অনুষ্ঠানমালা সুষ্ঠুভাবে আয়োজন ও রেকর্ডিং-এর লক্ষ্যে যুব ভবনের ৬ষ্ঠ তলায় ডিজিটাল স্টুডিও নির্মাণ করা হয়। যুব প্রশিক্ষণের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে এই স্টুডিওতে সর্বাধুনিক প্রযুক্তির প্রশিক্ষণমূলক ডিজিটাল কনটেন্ট প্রস্তুত করা হবে।