বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বারিধারার নাটকীয় জয়

  • Update Time : ০৮:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১
  • / 157

নিজস্ব প্রতিনিধি:

প্রবল বৃষ্টিতে খেলা বন্ধ হয়েছিল সাময়িকভাবে। উত্তর বারিধারা ক্লাব আর রহমতগঞ্জের মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচটি শেষ পর্যন্ত হবে কিনা, তা নিয়ে ছিল সংশয়। বৃষ্টি থামায় ম্যাচটি হয়েছে এবং সেই ম্যাচে নাটকীয় জয় পেয়েছে উত্তর বারিধারা ক্লাব।

বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগে ম্যাচের স্কোর ছিল গোলশূন্য। ম্যাচ শেষে ২-১। ৩৫ মিনিটে আইভরিকোস্টের ক্রিস্ট রেমির গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। কিন্তু লিড নেয়া দলটিই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে হারে তেঁতো স্বাদ নিয়ে।

উত্তর বারিধারার জয়ের নায়ক ফজিলভ। ৩৮ মিনিটে গোল করে আনেন সমতা, ইনজুরি সময়ে গোল করে দলকে উপহার দেন দারুণ এক জয়।

ম্যাচ হারার সঙ্গে রহমতগঞ্জ হারিয়েছে তাদের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনকেও। ৮৮ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছেড়ে যান জাতীয় দলের এ গোলরক্ষক।

রহমতগঞ্জের পেছনে থেকে ম্যাচটি শুরু করেছিল উত্তর বারিধারা। তিন পয়েন্ট পেয়ে এখন তাদের ওপরে বসলো সুমন রেজারা।

১৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে উত্তর বারিধারা, এক ম্যাচ বেশি খেলা রহমতগঞ্জের পয়েন্ট ১৪।

Tag :

Please Share This Post in Your Social Media


বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বারিধারার নাটকীয় জয়

Update Time : ০৮:৫৫:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জুন ২০২১

নিজস্ব প্রতিনিধি:

প্রবল বৃষ্টিতে খেলা বন্ধ হয়েছিল সাময়িকভাবে। উত্তর বারিধারা ক্লাব আর রহমতগঞ্জের মধ্যকার বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচটি শেষ পর্যন্ত হবে কিনা, তা নিয়ে ছিল সংশয়। বৃষ্টি থামায় ম্যাচটি হয়েছে এবং সেই ম্যাচে নাটকীয় জয় পেয়েছে উত্তর বারিধারা ক্লাব।

বৃষ্টিতে ম্যাচ বন্ধ হওয়ার আগে ম্যাচের স্কোর ছিল গোলশূন্য। ম্যাচ শেষে ২-১। ৩৫ মিনিটে আইভরিকোস্টের ক্রিস্ট রেমির গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। কিন্তু লিড নেয়া দলটিই শেষ পর্যন্ত মাঠ ছাড়ে হারে তেঁতো স্বাদ নিয়ে।

উত্তর বারিধারার জয়ের নায়ক ফজিলভ। ৩৮ মিনিটে গোল করে আনেন সমতা, ইনজুরি সময়ে গোল করে দলকে উপহার দেন দারুণ এক জয়।

ম্যাচ হারার সঙ্গে রহমতগঞ্জ হারিয়েছে তাদের গোলরক্ষক রাসেল মাহমুদ লিটনকেও। ৮৮ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছেড়ে যান জাতীয় দলের এ গোলরক্ষক।

রহমতগঞ্জের পেছনে থেকে ম্যাচটি শুরু করেছিল উত্তর বারিধারা। তিন পয়েন্ট পেয়ে এখন তাদের ওপরে বসলো সুমন রেজারা।

১৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে উত্তর বারিধারা, এক ম্যাচ বেশি খেলা রহমতগঞ্জের পয়েন্ট ১৪।