ইলিয়াস সানিকে ইট মেরে, গালি দিয়ে ফের বিতর্কে সাব্বির

  • Update Time : ১১:১০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
  • / 151
স্পোর্টস ডেস্ক:
বিতর্ক আর সাব্বির হাটে যেন হাত ধরা ধরি করেই। এবার তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর।

ডিপিএল ম্যাচ চলার সময় মাঠের বাইরে থেকে ইলিয়াস সানিকে উদ্দেশ্য করে ইট মেরেছেন এবং বর্ণবাদি গালি দিয়েছেন। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে সিসিডিএমের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে সানির ক্লাব শেখ জামাল।

এই বছরেরই জানুয়ারিতে হোম অব ক্রিকেটে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সামিল হয়েছিল টাইগাররা। উইন্ডিজদের বিপক্ষে ম্যাচের আগে হাটু গেড়ে বসে, এক হাত তুলে একাত্মতা জানান বর্ণবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে।

অথচ দেখুন সেই বাংলাদেশের এক ক্রিকেটারই নিজের সতীর্থের সাথে নাকি করলেন বর্ণ বৈষ্যমের আচরণ। অভিযোগ আরো ভয়াবহ। শুধু  বর্ণবাদী গালি নয় ডিপিএলের ম্যাচ চলার সময় মাঠে থাকা ইলিয়াস সানিকে মাঠের বাইরে থেকে ঢিলও নাকি ছুড়েছেন সাব্বির রহমান। সিসিডিএমের কাছে সানির দল শেখ জামাল লিখিত অভিযোগ করেছে।

ঘটনাটি যখন ঘটে, বিকেএসপিতে তখন চলছিল শেখ জামাল-ওল্ড ডিওএইচএসের ম্যাচ। পাশের মাঠে পরের ম্যাচে সাব্বিরের দল রূপগঞ্জের খেলা ছিল পারটেক্সের সাথে। ম্যাচ শুরুর আগেই এই অপ্রিতিকর ঘটনা সাব্বির ঘটিয়েছেন বলে অভিযোগ। সে সময় খেলা বন্ধ থাকে ৫-৭ মিনিট।

ঘটনার গোড়া অবশ্য আরো কদিন আগে। ১৩ জুন শেখ জামাল-রূপগঞ্জের ম্যাচেও নিজের ব্যাটিংয়ের সময় বোলার ইলিয়াস সানির সঙ্গে তর্কে জড়ান সাব্বির। সেদিনও নাকি ইলিয়াস সানিকে গালি দিয়েছিলেন তিনি।

আগেও বেশ কয়েকবার বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে শাস্তি পেয়েছেন সাব্বির। প্রতিবারই প্রতিশ্রুতি দিয়েছিলেন আর হবে না এমন কিছু।

Please Share This Post in Your Social Media


ইলিয়াস সানিকে ইট মেরে, গালি দিয়ে ফের বিতর্কে সাব্বির

Update Time : ১১:১০:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ জুন ২০২১
স্পোর্টস ডেস্ক:
বিতর্ক আর সাব্বির হাটে যেন হাত ধরা ধরি করেই। এবার তার বিরুদ্ধে অভিযোগ গুরুতর।

ডিপিএল ম্যাচ চলার সময় মাঠের বাইরে থেকে ইলিয়াস সানিকে উদ্দেশ্য করে ইট মেরেছেন এবং বর্ণবাদি গালি দিয়েছেন। ম্যাচ শেষে বিষয়টি নিয়ে সিসিডিএমের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেছে সানির ক্লাব শেখ জামাল।

এই বছরেরই জানুয়ারিতে হোম অব ক্রিকেটে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সামিল হয়েছিল টাইগাররা। উইন্ডিজদের বিপক্ষে ম্যাচের আগে হাটু গেড়ে বসে, এক হাত তুলে একাত্মতা জানান বর্ণবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে।

অথচ দেখুন সেই বাংলাদেশের এক ক্রিকেটারই নিজের সতীর্থের সাথে নাকি করলেন বর্ণ বৈষ্যমের আচরণ। অভিযোগ আরো ভয়াবহ। শুধু  বর্ণবাদী গালি নয় ডিপিএলের ম্যাচ চলার সময় মাঠে থাকা ইলিয়াস সানিকে মাঠের বাইরে থেকে ঢিলও নাকি ছুড়েছেন সাব্বির রহমান। সিসিডিএমের কাছে সানির দল শেখ জামাল লিখিত অভিযোগ করেছে।

ঘটনাটি যখন ঘটে, বিকেএসপিতে তখন চলছিল শেখ জামাল-ওল্ড ডিওএইচএসের ম্যাচ। পাশের মাঠে পরের ম্যাচে সাব্বিরের দল রূপগঞ্জের খেলা ছিল পারটেক্সের সাথে। ম্যাচ শুরুর আগেই এই অপ্রিতিকর ঘটনা সাব্বির ঘটিয়েছেন বলে অভিযোগ। সে সময় খেলা বন্ধ থাকে ৫-৭ মিনিট।

ঘটনার গোড়া অবশ্য আরো কদিন আগে। ১৩ জুন শেখ জামাল-রূপগঞ্জের ম্যাচেও নিজের ব্যাটিংয়ের সময় বোলার ইলিয়াস সানির সঙ্গে তর্কে জড়ান সাব্বির। সেদিনও নাকি ইলিয়াস সানিকে গালি দিয়েছিলেন তিনি।

আগেও বেশ কয়েকবার বিতর্কিত ঘটনার জন্ম দিয়ে শাস্তি পেয়েছেন সাব্বির। প্রতিবারই প্রতিশ্রুতি দিয়েছিলেন আর হবে না এমন কিছু।