ডিএনসিসি এলাকায় ভবনে মশার লার্ভা, ১৮ মামলা, পৌনে ২ লাখ জরিমানা
- Update Time : ০৫:২৩:২২ অপরাহ্ন, বুধবার, ৯ জুন ২০২১
- / 200
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় এডিস, ডেঙ্গু ও চিকুনগুনিয়া মশার বিস্তার রোধে পৃথক ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। এসব অভিযানে পৌনে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (৯ জুন) ডিএনসিসির সংশ্লিষ্ট অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এই অভিযান পরিচালনা করেন।
জানা গেছে, ডিএনসিসির ১ নম্বর অঞ্চলের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চারটি মামলায় ৩০ হাজার টাকা, ২ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা পরিচালিত ভ্রাম্যমাণ আদালত চারটি মামলায় ৩৬ হাজার টাকা, ৪ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহা বিনতে সিরাজ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তিনটি মামলায় ২৫ হাজার টাকা।
৬ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত একটি মামলায় ৫ হাজার টাকা, ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবেদ আলী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুইটি মামলায় ৩ হাজার টাকা, ৯ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসির উদ্দিন মাহমুদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দু’টি মামলায় ১৫ হাজার টাকা এবং ডিএনসিসির সমগ্র এলাকার জন্য নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দুইটি মামলায় ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
এসময় মাইকিং করে জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয় এবং সবাইকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিস্তার রোধে সচেতন হওয়ার আহ্বান জানান।