অটোতে পিকআপের ধাক্কা, দুই মাছ ব্যবসায়ী নিহত

  • Update Time : ০৩:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১
  • / 179

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় পিকআপের ধাক্কায় অটোরিকশার যাত্রী দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে হোমনা-গৌরীপুর সড়কের সিকদার মোড় মৌটুপি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই মাছ ব্যবসায়ী হলেন- তিতাস উপজেলার কাকিয়াখালি গ্রামের ফেরি মোহন দাসের ছেলে শ্রী নারায়ণ দাস ও একই এলাকার মৃত বুধাই চন্দ্র দাসের ছেলে শ্রী লক্ষণ দাস।

আহতরা হলেন- গোপাল চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, বলরাম চন্দ্র দাস। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, তারা কাকিয়াখালি গ্রাম থেকে অটোতে করে গৌরীপুর মাছের আড়তে যাচ্ছিলেন। মৌটুপি এলাকায় পৌঁছালে পিকআপটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে দুইজন নিহত এবং তিনজন আহত হয়। প্রথমে আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিতাস থানার এসআই আব্দুল করিম জানান, হোমনাগামী মাছবাহী দ্রুতগতির পিকআপের চাকা বিস্ফোরিত হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি অটোকে ধাক্কা দেয়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ ও দুর্ঘটনাকবলিত অটোরিকশা আটক করেছি। আহত ও নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছে। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media


অটোতে পিকআপের ধাক্কা, দুই মাছ ব্যবসায়ী নিহত

Update Time : ০৩:৩২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লায় পিকআপের ধাক্কায় অটোরিকশার যাত্রী দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে হোমনা-গৌরীপুর সড়কের সিকদার মোড় মৌটুপি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই মাছ ব্যবসায়ী হলেন- তিতাস উপজেলার কাকিয়াখালি গ্রামের ফেরি মোহন দাসের ছেলে শ্রী নারায়ণ দাস ও একই এলাকার মৃত বুধাই চন্দ্র দাসের ছেলে শ্রী লক্ষণ দাস।

আহতরা হলেন- গোপাল চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস, বলরাম চন্দ্র দাস। তাদের গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানায়, তারা কাকিয়াখালি গ্রাম থেকে অটোতে করে গৌরীপুর মাছের আড়তে যাচ্ছিলেন। মৌটুপি এলাকায় পৌঁছালে পিকআপটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলে দুইজন নিহত এবং তিনজন আহত হয়। প্রথমে আহতদের স্থানীয়রা উদ্ধার করে তিতাস স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তিতাস থানার এসআই আব্দুল করিম জানান, হোমনাগামী মাছবাহী দ্রুতগতির পিকআপের চাকা বিস্ফোরিত হয়। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি অটোকে ধাক্কা দেয়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পিকআপ ও দুর্ঘটনাকবলিত অটোরিকশা আটক করেছি। আহত ও নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। ঘটনার পর পিকআপের চালক পালিয়ে গেছে। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।