যেভাবে সাকিবের ১ হাজার উইকেট
- Update Time : ১০:১০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
- / 184
স্পোর্টস ডেস্ক:
সব ধরনের ক্রিকেট মিলিয়ে ১ হাজার উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান।
রোববার (২৩ মে) শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছিলেন ৯৯৯ উইকেট নিয়ে। তার অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে মেহেদী হাসান মিরাজের তালুবন্দি হন কুশল মেন্ডিস, আর তাতেই সাকিবের হাজারতম উইকেট পূর্ণ হয়।
তিন ফরম্যাটের মধ্যে টেস্ট ও টি-টোয়েন্টিতে বাংলাদেশের শীর্ষ উইকেট শিকারি সাকিব। ওয়ানডেতে মাশরাফি মুর্তজার চেয়ে ২ উইকেট পিছিয়ে আছেন এই অলরাউন্ডার। সেটাও নিজের দখলে নেওয়া সাকিবের জন্য সময়ের অপেক্ষা। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজেই হয়ে যেতে পারে।
তিন ফরম্যাট মিলিয়ে সাকিব আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ৩৪৩টি। সেখানে তার সংগ্রহ ৫৬৯ উইকেট। বাকি ৪৩১ উইকেট ঘরোয়া ক্রিকেট (জাতীয় লিগ, প্রিমিয়ার লিগ, বিপিএলসহ অন্য ফ্র্যাইঞ্চাজি লিগ) খেলে সংগ্রহ করেছেন সাকিব। সব মিলিয়ে ৬৬৮ ম্যাচে তার সংগ্রহ ১ হাজার উইকেট।
সাকিবের ১০০০ উইকেট:
প্রথম শ্রেণি (টেস্ট ও জাতীয় লিগ): ৯৩ ম্যাচে ৩১০ উইকেট
লিস্ট ‘এ’ (আন্তর্জাতিক ওয়ানডে ও প্রিমিয়ার লিগ): ২৫৫ ম্যাচে ৩২৮ উইকেট
টি-টোয়েন্টি (আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টোয়েন্টি): ৩২০ ম্যাচে ৩৬২ উইকেট